WB Gram Panchayat Exam Practice Set 38 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩৮ (WB Gram Panchayat Exam Practice Set 38)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 38
১) বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে ?
[A] ৭ ই জানুয়ারি
[B] ৬ ই জানুয়ারি
[C] ৯ ই জানুয়ারি
[D] ৮ ই জানুয়ারি
Answer – ৬ ই জানুয়ারি
এবছরের থিম হল- “Orphan Lives Matter”.
২) ভারতে প্রথম সমস্ত দূর্ঘটনা প্রবণ এলাকা গুলির ম্যাপ রিলিজ করেছে কোন রাজ্য ?
[A] পাঞ্জাব
[B] উত্তরাখন্ড
[C] মধ্যপ্রদেশ
[D] কর্ণাটক
Answer – পাঞ্জাব
৩) All India Rubber Industries Association (AIRIA)- এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ?
[A] আলী হোসেন
[B] কাশিনাথ সিং
[C] শশী সিং
[D] বিজেন্দ্র পাল
Answer – শশী সিং
৪) 2023 Kuvempu Award জিতলেন কোন বাঙালি লেখক ?
[A] সমরেশ মজুমদার
[B] শীর্ষেন্দু মুখোপাধ্যায়
[C] চন্দ্রিল ভট্টাচার্য
[D] চিন্ময় গুহ
Answer – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫) Securities and Exchange Board of India (SEBI)- এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] জি. রাম মোহন রাও
[B] বর্ষা পোল্লে
[C] আশীষ সিং
[D] শান্তনু রায়
Answer – জি. রাম মোহন রাও
WB Gram Panchayat Exam Practice Set 38
৬) 14th Chandubi Festival অনুষ্ঠিত করল কোন রাজ্য ?
[A] নাগাল্যান্ড
[B] মনিপুর
[C] আসাম
[D] মেঘালয়
Answer – আসাম
৭) PRERANA Program লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রক! ?
[A] কৃষি
[B] নারী ও শিশু কল্যাণ
[C] ক্রীড়া
[D] শিক্ষা
Answer – শিক্ষা মন্ত্রক
৮) রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে ২২ শে জানুয়ারি “Dry Day” ঘোষণা করল কোন রাজ্য ?
[A] বিহার
[B] ছত্রিশগড়
[C] ঝাড়খন্ড
[D] উত্তর প্রদেশ
Answer – ছত্রিশগড়
৯) ১০০ বিলিয়ন ডলার সম্পত্তি থাকায় বিশ্বের প্রথম মহিলা হলেন কে ?
[A] Punam Sharma
[B] Francoise Bettencourt
[C] Sabitri Jindal
[D] কেউই নন
Answer – Francoise Bettencourt
তিনি ফ্রান্সের নাগরিক
তিনি L’Oreal কোম্পানির ভাইস চেয়ারম্যান
১০) ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত ?
[A] দ্বিতীয়
[B] প্রথম
[C] চতুর্থ
[D] তৃতীয়
Answer – দ্বিতীয়
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) National Investment and Infrastructure Fund Limited (NIIFL)- এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] সঞ্জীব আগারওয়াল
[B] সঞ্জীব বর্মা
[C] সুরেশ মৈত্র
[D] নীতিশ রেড্ডি
Answer – সঞ্জীব আগারওয়াল
১২) Indian Olympic Association- এর CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] রঘুরাম আইয়ার
[B] সঞ্জয় সিং
[C] মৃণাল ভট্ট
[D] পি. দর্জি
Answer – রঘুরাম আইআর
হেডকোয়ার্টার- নিউ দিল্লি
প্রতিষ্ঠা সাল- ১৯২৭
১৩) কোন রাজ্যের প্রথম মহিলা DGP হিসেবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা ?
[A] বিহার
[B] মহারাষ্ট্র
[C] পশ্চিমবঙ্গ
[D] উত্তর প্রদেশ
Answer – মহারাষ্ট্র
১৪) কোথায় 58th DGsP/IGsP Conference 2023 উদ্বোধন করলেন অমিত শাহ ?
[A] ভোপাল
[B] নিউ দিল্লি
[C] জয়পুর
[D] চেন্নাই
Answer – জয়পুর
১৫) সম্প্রতি GI Tag পেল কোন রাজ্যের টাঙ্গাইল, কোরিয়াল এবং গরদ শাড়ি ?
[A] আসাম
[B] পশ্চিমবঙ্গ
[C] ত্রিপুরা
[D] ওড়িশা
Answer – পশ্চিমবঙ্গ
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here