WB Gram Panchayat Exam Practice Set 40 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 40 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪০ (WB Gram Panchayat Exam Practice Set 40)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 40

১) সম্পদের প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন ?

[A] সংগীতশিল্পী

[B] অভিনেতা

[C] সমাজকর্মী

[D] লেখক

Answer – সংগীতশিল্পী – মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর তিনি ক্লাসিকাল সংগীত শিল্পী ছিলেন।

২) তফশিলি জাতি ও উপজাতি স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে “যোগ্যশ্রী প্রকল্প” লঞ্চ করলো কে ?

[A] ত্রিপুরা

[B] ওড়িশা

[C] পশ্চিমবঙ্গ

[D] আসাম

Answer – পশ্চিমবঙ্গ

৩) Inland Waterways Development Council- এর প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোথায় ?

[A] মুম্বাই

[B] নিউ দিল্লি

[C] কচি

[D] কলকাতা

Answer – কলকাতা

৪) ১০০ টিরও বেশি ভাষা গান গেয়ে গিনেস রেকর্ডস এর নাম তুললেন কে ?

[A] সুচেতা সতীশ

[B] মনীষা আইয়ার

[C] কনিকা কাপুর

[D] রাহুল বড়াল

Answer – সুচেতা সতীশ – তিনি কেরালার বাসিন্দা

৫) ইন্টারন্যাশনাল পেমেন্ট ডিভিশনের জন্য Phonepe  কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] সমীর নিগম

[B] রিতেশ পাই

[C] সৌরভ গিল

[D] শচীন বানসাল

Answer – রিতেশ পাই

৬) চাঁদের উদ্দেশ্যে Peregrine-1 Lander লঞ্চ করল কোন দেশ ?

[A] রাশিয়া

[B] ব্রিটেন

[C] আমেরিকা

[D] ইজরায়েল

Answer – আমেরিকা

৭) পোল্যান্ডকে পরাজিত করে United Cup 2024 জিতল কে ?

[A] ব্রাজিল

[B] জার্মানি

[C] বেলজিয়াম

[D] আর্জেন্টিনা

Answer – জার্মানি

৮) ‘Baayu’ নামে ভারতের প্রথম ১০০% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কে ?

[A] আসাম

[B] কর্ণাটক

[C] কেরালা

[D] তেলেঙ্গানা

Answer – আসাম

৯) 75th Creative Arts Emmy Award জিতলেন কে ?

[A] জো বাইডেন

[B] বারাক ওবামা

[C] নরেন্দ্র মোদি

[D] ভ্লাদিমির পুতিন

Answer – বারাক ওবামা

১০) জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে ?

[A] ১২ ই জানুয়ারি

[B] ১১ ই জানুয়ারি

[C] ১৪ ই জানুয়ারি

[D] ১৩ ই জানুয়ারি

Answer- ১১ ই জানুয়ারি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) “প্রসাদম” নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোথায় ?

[A] ভোপাল

[B] উজ্জয়িনী

[C] অযোধ্যা

[D] ইন্দোর

Answer – উজ্জয়িনী, মধ্যপ্রদেশ

১২) কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Gabriel Attal ?

[A] রাশিয়া

[B] ফিনল্যান্ড

[C] ফ্রান্স

[D] ইউক্রেন

Answer – ফ্রান্স

১৩) World’s Best Airport For 2023 তোকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট ?

[A] সিঙ্গাপুর

[B] ভারত

[C] মালদ্বীপ

[D] মালয়েশিয়া

Answer – সিঙ্গাপুর

WB Gram Panchayat Exam Practice Set 40

১৪) UNESCO’s World Heritage Committee- পেয়ে সভাপতিত্ব করবে কোন দেশ ?

[A] শ্রীলংকা

[B] পাকিস্তান

[C] বাংলাদেশ

[D] ভারত

Answer – ভারত – ৪৬ তম অধিবেশন হোস করবে ভারত

১৫) wireless Transparent OLED TV উন্মোচন করল কোন কোম্পানি ?

[A] Huawei

[B] Samsung

[C] LG

[D] Videocon

Answer – LG

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here