WB Gram Panchayat Exam Practice Set 41 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪১ (WB Gram Panchayat Exam Practice Set 41)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 41
১) Henley Passport Index 2024- এ ভারতের স্থান কত ?
[A] ৭৯
[B] ৮৫
[C] ৯৬
[D] ৮০
Answer – ৮০
প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন
২) সম্প্রতি প্রয়াত হরিনাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন ?
[A] মারাঠি
[B] তেলেগু
[C] তামিল
[D] হিন্দি
Answer – হিন্দি
মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর
৩) International Labour Organisation- এর রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে ?
[A] ৬%
[B] ৫.২%
[C] ৩.১%
[D] ৪.৯%
Answer – ৫.২%
৪) MILAN 24 নামে অনুশীলন পোস্ট করবে কোন দেশের নেভি ?
[A] ভারত
[B] শ্রীলংকা
[C] থাইল্যান্ড
[D] বাংলাদেশ
Answer – ভারত
এটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনামে
WB Gram Panchayat Exam Practice Set 41
৫) শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে কোন IIT ?
[A] IIT Kanpur
[B] IIT Delhi
[C] IIT Madras
[D] IIT Roorkee
Answer- IIT Madras
৬) ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর ?
[A] সুরাট
[B] ইন্দোর
[C] কেউই নয়
[D] উভয়ই
Answer – উভয়ই
৭) মহাজাগতিক উশৃংখলতা নিরীক্ষণ করতে ‘Einstein Probe’ নামে পদ্ম ফুল আকৃতি স্যাটেলাইট লঞ্চ করল কে ?
[A] ইজরায়েল
[B] রাশিয়া
[C] আমেরিকা
[D] চীন
Answer – চীন
৮) ‘Modi: Energising A Green Future’ শিরোনামে বই লঞ্চ করল কে ?
[A] নরেন্দ্র মোদি
[B] ওম বিড়লা
[C] ভূপেন্দ্র যাদব
[D] অমিত শাহ
Answer – ভূপেন্দ্র যাদব
৯) Union Public Service Commission (UPSC)- এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে ?
[A] ব্রিজ মোহন
[B] শীল বর্ধন
[C] মণীশ শর্মা
[D] শ্রীকান্ত বেড়া
Answer – শীল বর্ধন
হেডকোয়ার্টার- নিউ দিল্লি
প্রতিষ্ঠা সাল- ১৯২৬ সালের ১ লা অক্টোবর
১০) কোথায় মালকানগিরি এয়ারপোর্ট এর উদ্বোধন করলেন নোবেল পট্টনায়েক ?
[A] ওড়িশা
[B] ত্রিপুরা
[C] নাগাল্যান্ড
[D] আসাম
Answer – ওড়িশা
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন সালটিকে “Year of Technology Absorption” হিসেবে পালন করবে ইন্ডিয়ান আর্মি ?
[A] ২০২৫
[B] ২০২৪
[C] ২০২৭
[D] ২০২৬
Answer – ২০২৪
১২) ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ “অটল সেতু” উদ্বোধন করা হলো কোথায় ?
[A] বিশাখাপত্তনম
[B] গান্ধীনগর
[C] চেন্নাই
[D] মুম্বাই
Answer – মুম্বাই
এটি ২১.৮ কিমি দীর্ঘ
এটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি
১৩) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বাসবরাজু এস.?
[A] বিহার
[B] ছত্রিশগড়
[C] পাঞ্জাব
[D] রাজস্থান
Answer – ছত্রিশগড়
১৪) 9th India International Science Festival 2023 অনুষ্ঠিত হলো কোথায় ?
[A] ফরিদাবাদ
[B] আহমেদাবাদ
[C] জয়পুর
[D] পানিপথ
Answer – ফরিদাবাদ হরিয়ানা
১৫) কোন দেশের সাথে Green Fuels Alliance প্রতিষ্ঠা করল ডেনমার্ক ?
[A] ভারত
[B] নিউজিল্যান্ড
[C] চীন
[D] অস্ট্রেলিয়া
Answer- ভারত
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here