WB Gram Panchayat Exam Practice Set 42 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 42 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪২ (WB Gram Panchayat Exam Practice Set 42)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 42

১) আন্তর্জাতিক উট উৎসব শুরু হল কোথায়

[A] বিকানীর

[B] জয়সালমীর

[C] জয়পুর

Answer – বিকানীর, রাজস্থান

২) কোন দেশের কোস্ট গার্ডের সাথে ‘Sahyog Kaijin’ নামে যৌথ অনুশীলন শুরু করল ইন্ডিয়ান কোস্ট গার্ড ?

[A] চীন

[B] জাপান

[C] ইতালি

[D] রাশিয়া

Answer – জাপান

৩) বেকার যুব সম্প্রদায়ের জন্য ‘Yuva Nidhi’ স্কিম লঞ্চ করলো কে ?

[A] কেরালা

[B] কর্ণাটক

[C] তেলেঙ্গানা

[D] তামিলনাড়ু

Answer – কর্ণাটক

৪) মরণোত্তর Tenzing Norgay Award পেলেন কে ?

[A] বৈভব প্যাটেল

[B] রিতা কামি

[C] সবিতা কানস্বল

[D] জীবন দেবশর্মা

Answer – সবিতা কানস্বল

WB Gram Panchayat Exam Practice Set 42

৫) Experian India- এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে

[A] বিরাজ নন্দী

[B] মণীশ জৈন

[C] সমীর শাহ

[D] বিপ্লব মাঝি

Answer – মণীশ জৈন

৬) আন্তর্জাতিক টি- ২০ ক্রিকেটে ১৫০ টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কোন দেশের Tim Southee ?

[A] দক্ষিণ আফ্রিকা

[B] অস্ট্রেলিয়া

[C] ইংল্যান্ড

[D] নিউজিল্যান্ড

Answer – নিউজিল্যান্ড

৭) MSCI Emerging Markets Index- এ ভারতের স্থান কত ?

[A] দ্বিতীয়

[B] প্রথম

[C] চতুর্থ

[D] তৃতীয়

Answer – দ্বিতীয়

৮) Gravity-1 নামের রকেট লঞ্চ করল কোন দেশের প্রাইভেট কোম্পানি Orien Space ?

[A] জাপান

[B] ভারত

[C] চীন

[D] তাইওয়ান

Answer – চীন

৯) ভারতের সবথেকে নোংরা শহরের তকমা পেল কে ?

[A] কলকাতা

[B] হাওড়া

[C] ব্যান্ডেল

[D] কল্যাণী

Answer – হাওড়া

১০) Climate Summit 2024 অনুষ্ঠিত হলো কোথায় ?

[A] নিউ দিল্লি

[B] চেন্নাই

[C] বেঙ্গালুরু

[D] মুম্বাই

Answer- মুম্বাই

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে ?

[A] ১৬ ই জানুয়ারি

[B] ১৫ ই জানুয়ারি

[C] ১৮ ই জানুয়ারি

[D] ১৭ ই জানুয়ারি

Answer – ১৫ ই জানুয়ারি

১২) রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে Operation Amrith লঞ্চ করলো কে ?

[A] তামিলনাড়ু

[B] কেরালা

[C] তেলেঙ্গানা

[D] মহারাষ্ট্র

Answer – কেরালা

WB Gram Panchayat Exam Practice Set 42

১৩) সম্প্রতি IUCN- এর রেড লিস্টে অসুরক্ষিত হিসাবে স্থান পেল কোন প্রাণী ?

[A] বেঙ্গল টাইগার

[B] হিমালয়ান নেকড়ে

[C] গাঙ্গেয় ডলফিন

[D] কোনোটিই নয়

Answer – হিমালয়ান নেকড়ে

১৪) দিউতে অনুষ্ঠিত প্রথম Beach Games- ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য

[A] মধ্যপ্রদেশ

[B] গোয়া

[C] গুজরাট

[D] অন্ধপ্রদেশ

Answer – মধ্যপ্রদেশ

১৫) সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন ?

[A] সমাজকর্মী

[B] লেখিকা

[C] সংগীতশিল্পী

[D] অভিনেত্রী

Answer – সংগীতশিল্পী

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here