WB Gram Panchayat Exam Practice Set 43 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 43 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৩ (WB Gram Panchayat Exam Practice Set 43)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 43

১) ‘Cleanest Ganga Towns’ অ্যাওয়ার্ড জিতল কোন শহর  ?

[A] ঋষিকেশ

[B] বারাণসী

[C] কলকাতা

[D] হরিদ্বার

Answer – বারাণসী

২) 1885 সালে কে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেন?

[A] এম ভি রাঘব বেরিয়ার

[B] পি. আনন্দ চালু

[C] এস. এন. ব্যানার্জী

[D] ফিরোজ শাহ মেহতা

Answer – ফিরোজ শাহ মেহতা

৩) সমকামী বিবাহকে বৈধতা দিতে বিলের খসড়া তৈরি করল কোন দেশ ?

[A] গ্রীস

[B] চীন

[C] জাপান

[D] উত্তর কোরিয়া

Answer – গ্রীস

৪) গনপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

[A] সর্দার বল্লভভাই প্যাটেল

[B] জে বি কৃপালিনী

[C] জওহরলাল নেহেরু

[D] ড: রাজেন্দ্র প্রসাদ

Answer – ড: রাজেন্দ্র প্রসাদ

৫) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর এক্সিকিউটিভ বোর্ড এ আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] অর্জুন রাও

[B] বিবেক মূর্তি

[C] সুরেশ সিং

[D] কেউই নন

Answer – বিবেক মূর্তি

WB Gram Panchayat Exam Practice Set 43

৬) ২০২৩ সালে ভারতের সব থেকে দূষিত শহরের তালিকা প্রথম স্থানে আছে কে ?

[A] বির্নিহাট

[B] হাওড়া

[C] গ্রেটার নয়ডা

[D] বেগুসরাই

Answer – বির্নিহাট, মেঘালয়

৭) কোন দেশের সাথে ১০ বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করল ইউক্রেন ?

[A] আমেরিকা

[B] রাশিয়া

[C] ব্রিটেন

[D] চীন

Answer- ব্রিটেন

৮) মহাভারত অনুযায়ী মহানদীর নাম তখন ছিল—

[A] মহানন্দা

[B] তাপ্তি

[C] সরস্বতী

[D] কাবেরী

Answer – মহানন্দা

৯) সর্বপ্রথম যে ইংলিশ জাহাজটি ভারতবর্ষে এসেছিল সেটি হল?

[A] রেড ড্রাগন

[B] রোজ মেরি

[C] মে ফ্লাওয়ার

[D] এলিজাবেথ

Answer – রেড ড্রাগন

১০) ভারতছাড়ো আন্দোলনকে নিম্নলিখিত কোন রাজনৈতিক সংস্থাগুলি সমর্থন করেনি?

[A] পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি

[B] ভারতীয় কমিউনিষ্ট পার্টি

[C] হিন্দুমহাসভা

[D] উপরের সবগুলি

Answer – উপরের সবগুলি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) জাতীয় স্টার্টআপ দিবস পালন করা হয় কবে ?

[A] ১৭ ই জানুয়ারি

[B] ১৬ ই জানুয়ারি

[C] ১৯শে জানুয়ারি

[D] ১৮ ই জানুয়ারি

Answer – ১৬ ই জানুয়ারি

২০২১ সাল থেকে এই দিনটি পালনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১২) রবার্ট ক্লাইভের এলাহাবাদ চুক্তি (1765 খ্রীঃ); এরপর কে বাংলার ডেপুটি দেওয়ান নিযুক্ত হন—

[A] সৈয়দগুলাম হসেন

[B] রাজা সিতাব রায়

[C] রায় দুর্লভ

[D] মহম্মদ রেজখান

Answer – মহম্মদ রেজাখান

১৩) “Gandhi A Life In Three Campaigns” শিরোনামে বই লঞ্চ করলেন কে ?

[A] এম. কে. আকবর

[B] সোহান খান

[C] অম্বরিশ সেন

[D] বিনীত পোদ্দার

Answer – এম. কে. আকবর – তাঁর সাথে এই বইটি যৌথভাবে লিখেছেন কে. নটোবর সিং

১৪) সম্রাট অশোকের পাথরের মূর্তি কোন স্থানে পাওয়া গেছে?

[A] অজন্তা

[B] অমরাবতী

[C] সাঁচী

[D] কানাগানাহালি

Answer – কানাগানাহালি

১৫) পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Shaun Marsh কোন দেশের খেলোয়াড় ?

[A] ইংল্যান্ড

[B] নিউজিল্যান্ড

[C] অস্ট্রেলিয়া

[D] জিম্বাবুয়ে

Answer – অস্ট্রেলিয়া

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here