WB Gram Panchayat Exam Practice Set 44 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৪, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 44 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৪ (WB Gram Panchayat Exam Practice Set 44)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 44

১) সম্প্রতি প্রয়াত মুনাবার রানা কোন ভাষার কবি ছিলেন ?

[A] মারাঠি

[B] হিন্দি

[C] গুজরাটি

[D] উর্দু

Answer – উর্দু

মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৭১ বছর

২) কোন দেশের নতুন রাজা হলেন Crown Prince Frederick X ?

[A] থাইল্যান্ড

[B] ডেনমার্ক

[C] ফিলিপিন্স

[D] ইন্দোনেশিয়া

Answer – ডেনমার্ক

৩) ভারতের প্রথম First Dark Sky Park হলো কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ ?

[A] মহারাষ্ট্র

[B] গুজরাট

[C] অন্ধপ্রদেশ

[D] আসাম

Answer – মহারাষ্ট্র

এশিয়ার মধ্যে পঞ্চম ডার্ক স্কাই পার্ক এটি

৪) Best FIFA Men’s Player for 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে ?

[A] রোনান্ডো

[B] লিওনেল মেসি

[C] সুয়ারেজ

[D] নেইমার

Answer – লিওনেল মেসি

তিনি আর্জেন্টিনার ফুটবলার

৫) ২০২৪ সালের প্রথম ঘূর্ণিঝড় Alvaro আঘাত হানলো কোন দেশে ?

[A] মাদাগাস্কার

[B] অস্ট্রেলিয়া

[C] থাইল্যান্ড

[D] কেনিয়া

Answer – মাদাগাস্কার

WB Gram Panchayat Exam Practice Set 44

৬) কোথায় National Academy of Customs, Indirect Taxes & Narcotics (NACIN)- এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি ?

[A] মহারাষ্ট্র

[B] কেরালা

[C] গুজরাট

[D] অন্ধ্রপ্রদেশ

Answer – অন্ধ্রপ্রদেশ

৭) ২০২৩ ডিসেম্বর মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month Award জিতলেন কে ?

[A] Pat Cummins

[B] D. Warner

[C] মোহাম্মদ শামী

[D] রোহিত শর্মা

Answer – Pat Cummins

তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার

৮) ২০২৩ ডিসেম্বর মাসে মহিলা বিভাগে ICC Player of the Month Award জিতলেন কোন দেশের ক্রিকেটার দীপ্তি শর্মা ?

[A] পাকিস্তান

[B] ভারত

[C] শ্রীলংকা

[D] বাংলাদেশ

Answer – ভারত

৯) প্রথম মহিলা হিসেবে Best Environment Officer Award জিতলেন কে ?

[A] নয়না পারভিন

[B] পিয়ালী বর্মন

[C] মল্লিকা মুন্ডা

[D] দীপা ভান্ডারে

Answer – দীপা ভান্ডারে

১০) কোন দেশের নেভির সাথে Ex- Ayutthaya নামে অনুশীলন অনুষ্ঠিত করল ইন্ডিয়ান নেভি ?

[A] ইন্দোনেশিয়া

[B] থাইল্যান্ড

[C] শ্রীলংকা

[D] বাংলাদেশ

Answer – থাইল্যান্ড

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন Bernardo Arevalo ?

[A] পানামা

[B] মেক্সিকো

[C] গুয়াতেমালা                     

[D] কেনিয়া

Answer – গুয়াতেমালা

১২) “An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy” শিরোনামে বই লিখলেন কে ?

[A] চিত্রা ব্যানার্জি দিবাকারুনী

[B] সুধা মূর্তি

[C] ঝুম্পা লাহিড়ী

[D] অরুন্ধতী রায়

Answer – চিত্রা ব্যানার্জি দিবাকারুণী

১৩)  54th World Economic Forum Summit শুরু হলো কোথায় ?

[A] জাপান

[B] আমেরিকা

[C] রাশিয়া

[D] সুইজারল্যান্ড

Answer – সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড এর দাভোসে এটি শুরু হলো

১৪) কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন William Lai ?

[A] ইউক্রেন

[B] ভিয়েতনাম

[C] মালদ্বীপ

[D] তাইওয়ান

Answer – তাইওয়ান

১৫) SAMBHAV নামে সিকিওর মোবাইল ইকোসিস্টেম তৈরি করলো কে ?

[A] নেভি

[B] ইন্ডিয়ান আর্মি

[C] কোস্ট গার্ড

[D] এয়ারফোর্স

Answer – ইন্ডিয়ান আর্মি

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here