WB Gram Panchayat Exam Practice Set 46 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৬, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 46 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৪৬ (WB Gram Panchayat Exam Practice Set 46)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 46

১) ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে “গরু অভয়ারণ্য” তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের কোথায় ?

[A] বারাণসী

[B] লখনৌ

[C] মুজাফফরনগর

[D] অযোধ্যা

Answer – মুজাফফরনগর

২)  Miss America 2024 শিরোপা জিতলেন কে ?

[A] ঋতু গোস্বামী

[B] এলি ব্রেকস

[C] ম্যাডিসন মার্শ

[D] কেউই নন

Answer – ম্যাডিসন মার্শ

৩) 5th Meghalaya Games- এর উদ্বোধন করলেন কে ?

[A] নরেন্দ্র মোদি

[B] অনুরাগ ঠাকুর

[C] অমিত শাহ

[D] দ্রৌপদী মুর্মু

Answer – দ্রৌপদী মুর্মু

৪) কোথায় “অপারেশন সর্বশক্তি” লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি ?

[A] জম্মু-কাশ্মীর

[B] লাদাখ

[C] গোয়া

[D] সিকিম

Answer – জম্মু-কাশ্মীর

৫) আসামে সর্বোচ্চ নাগরিক সম্মান “অসম বৈভব” পাচ্ছেন কে ?

[A] নিতিন গদকরি

[B] রঞ্জন গগৈ

[C] ধর্মেন্দ্র প্রধান

[D] পীযূষ গোয়েল

Answer – রঞ্জন গগৈ

WB Gram Panchayat Exam Practice Set 46

৬) পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় কবে ?

[A] ২১ শে জানুয়ারি

[B] ২০ শে জানুয়ারি

[C] ২৩ শে জানুয়ারি

[D] ২২শে জানুয়ারি

Answer – ২০ শে জানুয়ারি

৭) ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা ?

[A] উর্দু

[B] ফার্সি

[C] আরবি

[D] ফরাসি

Answer – ফার্সি

৮) ৪৭ তম কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হল কোনটি ?

[A] রাশিয়া

[B] ফ্রান্স

[C] বাংলাদেশ

[D] যুক্তরাজ্য (UK)

Answer – যুক্তরাজ্য (UK)

৯) বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায় ?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] চেন্নাই

[C] উত্তর প্রদেশ

[D] কেরালা

Answer – অন্ধ্রপ্রদেশ

১০) Sashastra Seema Bal- এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?

[A] আকাশ সিং

[B] অজয় কৌর

[C] দালজিত  সিং চৌধুরী

[D] সোমনাথ শর্মা

Answer – দালজিত সিং চৌধুরী

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) Prime Volleyball League- এর ব্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে ?

[A] শাহরুখ খান

[B] অক্ষয় কুমার

[C] রণবীর সিং

[D] হৃত্বিক রোশন

Answer – হৃত্বিক রোশন

১২) “Fertilising the Future” শিরোনামে বই লিখলেন কে ?

[A] ধর্মেন্দ্র প্রধান

[B] মানসুখ মান্দাভিয়া

[C] জগদীপ ধনকর

[D] কেউই নন

Answer – মানসুখ মান্দা ভিয়া

WB Gram Panchayat Exam Practice Set 46

১৩) মৎস্যজীবীদের সহায়তা করতে Artificial Reef Project উদ্বোধন করলো কোন রাজ্য ?

[A] কেরালা

[B] অন্ধপ্রদেশ

[C] ওড়িশা

[D] তামিলনাড়ু

Answer – কেরালা

১৪) 19th NAM Summit শুরু হলো কোথায় ?

[A] ব্রাজিল

[B] কেনিয়া

[C] ঘানা

[D] উগান্ডা

Answer – উগান্ডা

১৫) বিশ্বের ১ নং স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল কে ?

[A] Samsung

[B] Apple

[C] One Plus

[D] Xiomi

Answer – Apple

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here