WB Gram Panchayat Exam Practice Set 50 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 50 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫০ (WB Gram Panchayat Exam Practice Set 50)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 50

১) হংকং- এ অনুষ্ঠিত Asian Marathon Championship 2024- এ ভারতের মান সিং কিসের মেডেল জিতলেন ?

[A] রুপো

[B] ব্রোঞ্জ

[C] সোনা

[D] কোনোটিই নয়

Answer – সোন

২) 14th All India Police Commando Competition শুরু হলো কোথায় ?

[A] কলকাতা

[B] নিউ দিল্লি

[C] বিশাখাপত্তনম

[D] হায়দ্রাবাদ

Answer – বিশাখাপত্তনম

৩) বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হল কোন দেশ ?

[A] ভারত

[B] হংকং

[C] মালয়েশিয়া

[D] ভিয়েতনাম

Answer – ভারত

৪) UAE  এবং কোন দেশের সাথে “Exercise Desert Knight” বায়ু সেনা অনুশীলন শুরু করল ইন্ডিয়ান এয়ার ফোর্স ?

[A] ইজরায়েল

[B] ফ্রান্স

[C] শ্রীলংকা

[D] সৌদি আরব

Answer – ফ্রান্স

৫) Jindal Stainless- এর নতুন CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] তরুণ খুলবে

[B] তরুণ বাজাজ

[C] সমীক্ষা সুদ

[D] আর. নটরাজ

Answer – তরুণ খুলবে

WB Gram Panchayat Exam Practice Set 50

৬) ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি Emmanuel Macron ?

[A] ইউক্রেন

[B] ইজিপ্ট

[C] রাশিয়া

[D] ফ্রান্স

Answer – ফ্রান্স

৭) বিশ্বের প্রথম ‘Black Tiger Safari’ তৈরি করছে কোন রাজ্য ?

[A] পশ্চিমবঙ্গ

[B] কেরালা

[C] ওড়িশা

[D] আসাম

Answer – ওড়িশা

ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল টাইগার রিজার্ভের কাছে এটি তৈরি করা হচ্ছে।

৮) ভারতে প্রথম ২ কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করল কোন ব্যাংক ?

[A] SBI

[B] Bandhan Bank

[C] HDFC Bank

[D] কোনোটিই নয়

Answer – HDFC Bank

৯) বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করল কোন দেশ ?

[A] ক্যামেরুন

[B] ডেনমার্ক

[C] ইন্দোনেশিয়া

[D] সুইডেন

Answer – ক্যামেরুন

১০) অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম অ্যালকোহল স্টোর খুললো কোন দেশ ?

[A] ইরান

[B] সৌদি আরব

[C] পাকিস্তান

[D] UAE

Answer – সৌদি আরব

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ‘Hamara Samvidhan, Hamara Samman’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কে ?

[A] নরেন্দ্র মোদি

[B] জগদীপ ধনকর

[C] অমিত শাহ

[D] দ্রৌপদী মুর্মু

Answer – জগদীপ ধনকর

তিনি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি

১২) কোন দেশের থেকে ৪০০ টি Tomahawk ক্রুজ মিসাইল কেনার জন্য চুক্তি স্বাক্ষর করলে জাপান ?

[A] চীন

[B] ইজরায়েল

[C] রাশিয়া

[D] আমেরিকা

Answer – আমেরিকা

১৩) কোথায় Center of Excellence in Digital Forensic উদ্বোধন করলেন অমিত শাহ ?

[A] গুজরাট

[B] মধ্যপ্রদেশ

[C] কর্ণাটক

[D] তেলেঙ্গানা

Answer – গুজরাট

WB Gram Panchayat Exam Practice Set 50

গুজরাটের গান্ধীনগর এর ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি’তে এটি উদ্বোধন করা হলো

১৪) Mamani Food Festival আয়োজিত হলো কোথায় ?

[A] সিকিম

[B] জম্মু-কাশ্মীর

[C] লাদাখ

[D] নাগাল্যান্ড

Answer – লাদাখ

১৫) India Open 2024- এ মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় Tai Tzu Ying ?

[A] ভিয়েতনাম

[B] তাইওয়ান

[C] চীন

[D] নরওয়ে

Answer – তাইওয়ান

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here