WB Gram Panchayat Exam Practice Set 53 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 53 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৩ (WB Gram Panchayat Exam Practice Set 53)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 53

১) ভারতের শহীদ দিবস পালন করা হয় কবে ?

[A] ৩১ শে জানুয়ারি

[B] ২৯ শে জানুয়ারি

[C] ৩০ শে জানুয়ারি

[D] কোনোটিই নয়

Answer – ৩০ শে জানুয়ারি

২) নবমবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার ?

[A] রাজস্থান

[B] উত্তরাখণ্ড

[C] বিহার

[D] হরিয়ানা

Answer – বিহার

৩) 2027 World Test Championship (WTC) ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ ?

[A] ইংল্যান্ড

[B] ভারত

[C] অস্ট্রেলিয়া

[D] নিউজিল্যান্ড

Answer – ইংল্যান্ড

৪) সম্প্রতি “বায়ু সেনা মেডেল” দ্বারা সম্মানিত হলেন কে ?

[A] শিবাঙ্গী সিং

[B] নিকিতা মালহোত্রা

[C] রনজয় প্রধান

[D] কেউই নন

Answer – নিকিতা মালহোত্রা

৫) শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করল কে ?

[A] SpaceX

[B] ISRO

[C] JAXA

[D] NASA

Answer – NASA

WB Gram Panchayat Exam Practice Set 53

৬) উত্তর-পূর্ব ভারতের প্রথম Naturopathy Hospital তৈরি করা হচ্ছে কোথায় ?

[A] মনিপুর

[B] আসাম

[C] নাগাল্যান্ড

[D] মেঘালয়

Answer – আসাম

৭) Mahda, Kayhan- 2 এবং Hatef- 1 নামে ৩ টি স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ ?

[A] চীন

[B] দক্ষিণ কোরিয়া

[C] ইরান

[D] জাপান

Answer – ইরান

৮) ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] সুমি শর্মা

[B] প্রীতি রজক

[C] কৃতিকা পান্ডে

[D] নাজমা আক্তার

Answer – প্রীতি রজক

৯) 7th Pariksha Charcha 2024 অনুষ্ঠিত হলো কোথায় ?

[A] নাগপুর

[B] ইন্দোর

[C] মুম্বাই

[D] নিউ দিল্লি

Answer – নিউ দিল্লি

১০) সম্প্রতি প্রয়াত ড. নিত্য আনন্দ কে ছিলেন ?

[A] অভিনেতা

[B] গবেষক

[C] চিত্রশিল্পী

[D] শিক্ষক

Answer – গবেষক

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন Tshering Tobgay ?

[A] ভুটান

[B] নেপাল

[C] পাকিস্তান

[D] মায়ানমার

Answer – ভুটান

১২) Fourth National Chilika Birds Festival   হোস্ট করলো কোন রাজ্য ?

[A] তামিলনাড়ু

[B] অন্ধপ্রদেশ

[C] ওড়িশা

[D] কেরালা

Answer – ওড়িশা

১৩) World’s Top-Selling Automaker In 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন কোম্পানি ?

[A] Hyundai

[B] Toyota

[C] Tata Motors

[D] TVS

Answer – Toyota

১৪) ‘Ek Samandar, Mere Andar’ শিরোনামে কবিতা সমগ্র লিখলেন কে ?

[A] মনোজ কুমার

[B] সর্বানন্দ সনোয়াল

[C] সঞ্জীব যোশী

[D] কেউই নন

Answer – সঞ্জীব যোশী

১৫)  International Wushu Federation Female Athlete of the Year শিরোপা জিতলেন ভারতের কোন উশু খেলোয়াড় ?

[A] মেরি কম

[B] সনাথই দেবী

[C] নাওরেম রশিবিনা দেবী

[D] কেউই নন

Answer – নাওরেম রশিবিনা দেবী

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here