WB Gram Panchayat Exam Practice Set 54 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৪, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 54 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৪ (WB Gram Panchayat Exam Practice Set 54)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 54

১) ভারতের সংবিধান রচনা করেছিল ?

[A] লোকসভা

[B] গণপরিষদ

[C] জাতীয় কংগ্রেস

[D] ব্রিটিশ পার্লামেন্ট

Answer – গণপরিষদ

২) ভারতের গণপরিষদ গঠিত হয় ?

[A] ১৯৪৬ সালে

[B] ১৯৪৫ সালে

[C] ১৯৫০ সালে

[D] ১৯৪৯ সালে

Answer – ১৯৪৬ সালে

৩) প্রথম ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় ?

[A] ২৯৬ জন

[B] ৩৮৯ জন

[C] ২৭৮ জন

[D] ২৮০ জন

Answer – ২৯৬ জন

৪) গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন ?

[A] ২৯৬ জন

[B] ২৮৯ জন

[C] ২৭৮ জন

[D] ২৮০ জন

Answer – ২৯৬ জন

৫) গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন ?

[A] ৯১ জন

[B] ৮০ জন

[C] ৯৬ জন

[D] ৯৩ জন

Answer – ৯৩ জন

WB Gram Panchayat Exam Practice Set 54

৬) গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন ?

[A] ২৯০ জন

[B] ২৯৬ জন

[C] ২৯৩ জন

[D] ২০৮ জন

Answer – ২০৮ জন

৭) গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন ?

[A] ৯৩ জন

[B] ৮০ জন

[C] ৯৬ জন

[D] ৭৩ জন

Answer – ৭৩ জন

৮) গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?

[A] ১৯৪৭ সালের ৯ই ডিসেম্বর

[B] ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর

[C] ১৯৪৯ সালের ৯ই ডিসেম্বর

[D] ১৯৪৮ সালের ৯ই ডিসেম্বর

Answer – ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর

৯) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

[A] দিল্লিতে

[B] কলকাতায়

[C] মুম্বাইয়ে

[D] চেন্নাইয়ে

Answer – দিল্লিতে

১০) গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?

[A] ৯৩

[B] ৭৩

[C] ৭৮

[D] ৭৬

Answer – ৭৮

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

[A] যে. বি. কৃপালোনি

[B] ড. রাজেন্দ্র প্রসাদ

[C] সচ্চিদানন্দ সিংহ

[D] হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়

Answer – সচ্চিদানন্দ সিংহ

১২) গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?

[A] ডঃ বি আর আম্বেদকর

[B] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[C] সর্দার বল্লভ ভাই প্যাটেল

[D] জহরলাল নেহেরু

Answer – ডঃ রাজেন্দ্র প্রসাদ

১৩) গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

[A] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[B] জহরলাল নেহেরু

[C] সচ্চিদানন্দ দাস

[D] ডঃ বি আর আম্বেদকর

Answer – ডঃ বি আর আম্বেদকর

১৪) ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয় ?

[A] তৃতীয়

[B] দ্বিতীয়

[C] পঞ্চম

[D] চতুর্থ

Answer – চতুর্থ

১৫) ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্য বিশেষ অধিবেশন কবে বসে ?

[A] ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট

[B] ১৯৪৭ সালের ১৪ আগস্ট

[C] ১৯৪৭ সালের ২৬ শে জানুয়ারি

[D] ১৯৪৭ সালের ২৬ শে নভেম্বর

Answer – ১৯৪৭ সালের ১৪ আগস্ট

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here