WB Gram Panchayat Exam Practice Set 55 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 55 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৫ (WB Gram Panchayat Exam Practice Set 55)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 55

১) ভারতের গণপরিষদ কবে সর্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে ?

[A] ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট

[B] ১৯৪৭ সালের ১৪ই আগস্ট

[C] ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি

[D] ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর

Answer – ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট

২) গণপরিষদের শেষ অধিবেশন কবে বসে ?

[A] ১৯৪৮ সালের ১৫ই আগস্ট

[B] ১৯৪৭ সালের ১৪ই আগস্ট

[C] ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি

[D] ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর

Answer – ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি

৩) গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় ?

[A] ৮টি

[B] ৫টি

[C] ১১ টি

[D] ৯টি

Answer – ১১ টি

৪) ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?

[A] ১৯৪৮ সালের ২১ শে ফেব্রুয়ারি

[B] ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট

[C] ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি

[D] ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর

Answer – ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর

৫) কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খরচা সংবিধান গৃহীত হয় ?

[A] ২৮৩ জন

[B] ২৮০ জন

[C] ২৮৫ জন

[D] ২৮৪ জন

Answer – ২৮৪ জন

WB Gram Panchayat Exam Practice Set 55

৬) স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয় ?

[A] ১৯৪৮ সালের ২১ শে ফেব্রুয়ারি

[B] ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট

[C] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

[D] ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর

Answer – ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি

৭) ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?

[A] জহরলাল নেহেরু

[B] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[C] সর্বপল্লী রাধাকৃষ্ণন

[D] ডঃ বি আর আম্বেদকর

Answer – ডঃ বি আর আম্বেদকর

৮) কে ভারতীয় গণপরিষদ কে আইনজীবীদের সর্ব রাজ্য বলে অভিহিত করেছেন ?

[A] গ্রিনভিল অ্স্টিন

[B] আইভর জেনিংস

[C] দামোদর স্বরূপ শেঠ

[D] অধ্যাপক জে সি জহুরী

Answer – আইভর জেনিংস

৯) ভারতের সংবিধান জনগণ রচনা করেনি সংবিধান রচনা করেছে সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায় উক্তিটি কার ?

[A] দামোদর স্বরূপ শেটের

[B] গ্রিনভিল অস্টিন এর

[C] আর্নেস্ট বার্কার

[D] কে ভি রাও এর

Answer – কে ভি রাও এর

১০) Commentaries on the constitution of India – গ্রন্থটির রচয়িতা কে ?

[A] জি সি ভেঙ্কট সুব্বারাও

[B] আইভর জেনিংস

[C] জে সি জহুরী

[D] আর্নেস্ট বার্কার

Answer – জি সি ভেঙ্কট সুব্বারাও

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) বর্তমান ভারতের সংবিধানে কয়টি ধারা আছে ?

[A] ৪০১ টি

[B] ৩৯৫ টি

[C] ৩৮৫টি

[D] ৩৯০ টি

Answer – ৩৯৫ টি

১২) ভারতের সংবিধানের প্রস্তাবনায় কত সংশোধনের সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ দুটি যুক্ত করা হয়েছে ?

[A] ৪২ তম

[B] ৪০ তম

[C] ৫৭ তম

[D] ৪৪ তম

Answer – ৪২ তম

১৩) পৃথিবীর সর্ব বৃহৎ লিখিত সংবিধান হল –

[A] মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

[B] চীনের সংবিধান

[C] ভারতের সংবিধান

[D] ফরাসি সংবিধান

Answer – ভারতের সংবিধান

১৪) ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে ?

[A] ১০ টি

[B] ৯ টি

[C] ১২ টি

[D] ১১ টি

Answer – ১২ টি

১৫) ভারতের সংবিধান কয়টি খন্ডে বিভক্ত ?

[A] ২২টি

[B] ১৯টি

[C] ২৩টি

[D] ২১টি

Answer – ২২টি

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here