WB Gram Panchayat Exam Practice Set 56 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৬, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 56 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৬ (WB Gram Panchayat Exam Practice Set 56)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 56

১) পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?

[A] ১৯৫৭ সালে

[B] ১৯৫৬ সালে

[C] ১৭৫৯ সালে

[D] ১৭৫৮ সালে

Answer – ১৭৫৭ সালে

২) রাজা পুরুষোত্তম বা পুরুর রাজ্য কোন দুই নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল ?

[A] ঝিলাম ও চেনাব

[B] সুতলেজ ও বিপাশা

[C] গঙ্গা ও যমুনা

[D] রাগী ও চেনাব

Answer – ঝিলাম ও চেনাব

৩) আকবরের শাসনকালে মীর বক্সী কি দেখাশোনার জন্য থাকত ?

[A] রাজ্য কোষাগার

[B] সামরিক বিষয়

[C] জমি রাজ্যস্ব ব্যবস্থা

[D] রাজকীয় পরিবার

Answer – সামরিক বিষয়

৪) ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ ?

[A] হিন্দু

[B] বৌদ্ধ

[C] জৈন

[D] উপরের কোনোটিই নয়

Answer – বৌদ্ধ

৫) বৌদ্ধ ধর্মের ত্রিশূল প্রতীকটি কিসের প্রতিনিধিত্ব করে না ?

[A] নির্বাণ

[B] সঙ্ঘ

[C] ধর্ম

[D] বুদ্ধ

Answer – নির্বাণ

WB Gram Panchayat Exam Practice Set 56

৬) কোন ভেনিসীয়ান ভ্রমণকারী তার স্ত্রী – এর সঙ্গে ভ্রমণ করেন এবং ১৪২০ সালে বিজয়নগরে পৌঁছেছিলেন ?

[A] নিকোলো দে কোন্টি

[B] আথানাসিউস নিকিতিন

[C] ফেরিস্তা

[D] ইবন বতুতা

Answer – নিকোলো দে কোন্টি

৭) ৭৮৮ খ্রিস্টাব্দ হিন্দু ধর্মের জন্য গুরুত্বপূর্ণ ছিল কেন ?

[A] শেষ বৌদ্ধ রাজা হর্ষবর্ধনের মৃত্যু হয়

[B] আদি শঙ্কর সেই বছরেই জন্মগ্রহণ করেছিলেন

[C] সমস্ত মুসলিম আক্রমণকারীর পরাজিত হয়

[D] সমুদ্র গুপ্ত হিন্দু ধর্ম গ্রহণ করেন

Answer – আদি শঙ্কর সেই বছরেই জন্মগ্রহণ করেছিলেন

৮) ১৮৫৭ সালের বিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসেবে বর্ণনা করেন কে ?

[A] রমেশচন্দ্র মজুমদার

[B] সুরেন্দ্রনাথ সেন

[C] বিনায়ক দামোদর সাভারকর

[D] বালগঙ্গাধর তিলক

Answer – বিনায়ক দামোদর সাভারকর

WB Gram Panchayat Exam Practice Set 56

৯) যৌন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ তার শিষ্যদের চারটি মহান ব্রত পালনের নির্দেশ দিয়েছিলেন। চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর এগুলির সাথে কোন ব্রতটিকে পঞ্চম মহান ব্রত হিসেবে যুক্ত করেছিলেন ?

[A] আঘাতের কারণ না হওয়া

[B] চুরি থেকে অব্যাহতি

[C] অ-সংযুক্তি

[D] ব্রহ্মচর্য

Answer – ব্রহ্মচর্য

১০) তুর্কি আফগান শাসন ভারতে কতদিন স্থায়ী হয়েছিল ?

[A] তিন শতাব্দী

[B] দুই শতাব্দী

[C] এক শতাব্দীর একটু বেশি

[D] চার শতাব্দী

Answer – তিন শতাব্দী

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) গুপ্তদের অধীনে পূর্ব ভারতে বিশ (জেলা) ও গ্রাম গুলির মধ্যে কোন মধ্যবর্তী শাসন ব্যবস্থা ছিল ?

[A] প্রদেশ

[B] ভুকিত

[C] আহারা

[D] ভিথি

Answer – ভিথি

১২) আলাউদ্দিন খিলজির শাসনকালে দুটি বিশেষ স্মৃতিস্তম্ভ জামাতখানা মসজিদ এবং আলাই দরওয়াজা কোথায় নির্মিত হয়েছিল ?

[A] দিল্লি

[B] আগ্রা

[C] গুলবার্গ

[D] ধার

Answer – দিল্লি

১৩) নির্গ্রন্থ শব্দটি কার সাথে যুক্ত ?

[A] চার্বাক দর্শন

[B] আজীবক ধর্ম

[C] পশুপতি শৈব

[D] জৈন ধর্ম

Answer – জৈন ধর্ম

১৪) কলিঙ্গ যুদ্ধ কখন হয়েছিল ?

[A] ৩০১ খ্রিস্টপূর্বাব্দ

[B] ৩২১ খ্রিস্টপূর্বাব্দ

[C] ২৪১ খ্রিস্টপূর্বাব্দ

[D] ২৬১ খ্রিস্টপূর্বাব্দ

Answer – ২৬১ খ্রিস্টপূর্বাব্দ

১৫) গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

[A] সমুদ্র গুপ্ত

[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[C] শ্রীগুপ্ত

[D] প্রথম চন্দ্রগুপ্ত

Answer – শ্রীগুপ্ত

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here