WB Gram Panchayat Exam Practice Set 57 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৭ (WB Gram Panchayat Exam Practice Set 57)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 57
১) বিজয়নগরের কোন রাজা তুর্কি গোত্রের দক্ষ তীরন্দাজদের নিযুক্ত করেন এবং তীরন্দাজের যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে তোলেন ?
[A] প্রথম দেবরায়
[B] প্রথম বুক্কা
[C] রামদেব রায়
[D] কৃষ্ণদেব রায়
Answer – প্রথম দেবরায়
২) ভারতের প্রেসিডেন্সি শহরগুলির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি কখন প্রতিষ্ঠিত হয়েছিল ?
[A] ১৮৫৮
[B] ১৮৫৭
[C] ১৯০৮
[D] ১৯০৯
Answer – ১৮৫৭
৩) উপনিষদ কি ?
[A] মানুষের সামাজিক আচরণের বই
[B] ঈশ্বরের কাছে প্রার্থনা
[C] হিন্দু দর্শনের একটি উৎস
[D] প্রাচীন হিন্দু আইনের বই
Answer – হিন্দু দর্শনের একটি উৎস
৪) আমরা আদি বৈদিক যুগ সম্পর্কে কোথা থেকে জানতে পারি ?
[A] জাতকের গল্প
[B] সমসাময়িক সংস্কৃতি
[C] প্রত্নতাত্ত্বিক খনন
[D] ঋগ্বেদ
Answer – ঋগ্বেদ
৫) যদিও অশোকের অনেক পুত্র ছিল তবুও শিলালিপিতে কেবলমাত্র একজনকে উল্লেখ করা হয়েছে এবং সে অন্য কোন জায়গায় উল্লেখিত হননি তিনি কে ?
[A] মহেন্দ্র
[B] জ্বালাউকা
[C] কুনাল
[D] তিভালা
Answer – তিভালা
WB Gram Panchayat Exam Practice Set 57
৬) নিখিল ভারত মুসলিম লীগ কার নেতৃত্বে স্থাপিত হয় ?
[A] আগা খান
[B] মোহাম্মদ আলী জিন্নাহ
[C] কোনোটিই নয়
[D] উপরের সবকটি
Answer – উপরের সবকটি
৭) ব্রহ্মদের কথাটি প্রথম কোথায় ব্যবহৃত করা হয় ?
[A] প্রারম্ভিক বৌদ্ধ গ্রন্থে
[B] প্রারম্ভিক বৈদিক গ্রন্থে
[C] গুপ্ত যুগ পরবর্তী শিলা লিপি
[D] প্রাক গুপ্ত যুগের শিলালিপি
Answer – প্রাক গুপ্ত যুগের শিলালিপি
৮) দ্বিতীয় পুলকেশী কোন বংশের শাসক ছিলেন ?
[A] চোল
[B] চালুক্য
[C] সাতবাহন
[D] পল্লব
Answer – চালুক্য
৯) তোল কাপ্পিয়াম কোন সময়ের সাথে সম্পর্কযুক্ত ?
[A] দ্বিতীয় সঙ্গম কাল
[B] প্রথম সঙ্গম কাল
[C] পরবর্তী তৃতীয় সঙ্গম কাল
[D] তৃতীয় সঙ্গম কাল
Answer – দ্বিতীয় সঙ্গম কাল
১০) বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিলেন ?
[A] অমরত্ব
[B] বায়ু
[C] আগুন
[D] বৃষ্টি এবং বজ্র
Answer – বৃষ্টি এবং বজ্র
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) উস্তাদ মনসুর কার শাসনকালের একজন বিখ্যাত চিত্রকার ?
[A] আকবর
[B] শাহাজাহান
[C] জাহাঙ্গীর
[D] হুমায়ুন
Answer – জাহাঙ্গীর
১২) সাপ্তাহিক সংবাদপত্র The commonweal (কমনউইল) কে প্রতিষ্ঠা করেন ?
[A] বিপিনচন্দ্র পাল
[B] অ্যানি বেসান্ত
[C] সরোজিনী নাইডু
[D] বালগঙ্গাধর তিলক
Answer – অ্যানি বেসান্ত
১৩) জনগণের শিক্ষাগত চাহিদা পূরণের জন্য মাদ্রাসা ই নাসিরী কার আমলে নির্মিত হয়েছিল ?
[A] ইলতুতমিশ
[B] কুতুবউদ্দিন আইবক
[C] জালালুদ্দিন খলজি
[D] রুকউদ্দিন ফিরোজ শাহ
Answer – ইলতুতমিশ
১৪) রামচরিতমানসের লেখক তুলসীদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন ?
[A] হুমায়ুন
[B] আকবর
[C] শেরশাহ সুরি
[D] শাহজাহান
Answer – আকবর
১৫) নথির লেখাটি মাহাজার নামে পরিচিত, যার মাধ্যমে আকবর ধর্মের বিষয় সর্বোচ্চ সালিশির ভূমিকা পালন করেন ?
[A] আরিফ কুয়ান্দাহারির তারিখ ই আলফি
[B] নিজামুদ্দিনের তবকৎ ই আকবরি
[C] গোদাউনির মুন্তাখাব উত তারিখ
[D] আবুল ফজলের আকবরনামা
Answer – আবুল ফজলের আকবরনামা
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here