WB Gram Panchayat Exam Practice Set 58 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৮ (WB Gram Panchayat Exam Practice Set 58)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 58
১) ভারত ও চীনের মধ্যে যুদ্ধের শান্তিপূর্ণ অবসান ঘটাতে নিম্নলিখিত অ সংযুক্ত আফ্রো এশীয় কোন দেশগুলি ডিসেম্বর ১৯৬২ সালে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশগ্রহণ করেছিল ?
[A] বর্মা, শ্রীলংকা, কম্বোডিয়া , ইন্দোনেশিয়া।
[B] বর্মা, (বর্তমানে মায়ানমার), কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া
[C] বর্মা, ইন্দোনেশিয়া, ঘানা, শ্রীলংকা
[D] উপরের সবগুলি
Answer – উপরের সবগুলি
২) ষষ্ঠ শতাব্দীতে সমন্ত প্রথা ছিল শাসনব্যবস্থার বৈশিষ্ট্যপূর্ণ পরিচয় বহনকারী চিহ্ন সমান্ত কথার প্রকৃত অর্থ কি ?
[A] কৃষক
[B] দাস
[C] বিদেশি
[D] প্রতিবেশী
Answer – প্রতিবেশী
৩) বেদে আছে সমস্ত সত্য কে ব্যাখ্যা করেছিলেন ?
[A] স্বামী দয়ানন্দ
[B] স্বামী বিবেকানন্দ
[C] রাজা রামমোহন রায়
[D] উপরের কেউই নয়
Answer – স্বামী দয়ানন্দ
৪) দৈত্য শাসন ব্যবস্থা কার নামের সাথে সম্পর্কযুক্ত বা কে চালু করেন ?
[A] কর্নওয়ালীস
[B] লর্ড ক্লাইভ
[C] উইলিয়াম বেন্টিঙ্ক
[D] ওয়ারেন হেস্টিংস
Answer – লর্ড ক্লাইভ
৫) বিশাখদত্ত তার কোন গ্রন্থে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উত্থান বর্ণনা করেছেন ?
[A] দেবীচন্দ্র গুপ্ত
[B] মুদ্রারাক্ষস
[C] মালবিকাগ্নিমিত্রম
[D] মৃচ্ছকটিক
Answer – মুদ্রারাক্ষস
WB Gram Panchayat Exam Practice Set 58
৬) মোগল শাসনকালে খালিসা শব্দ কি ইঙ্গিত করত ?
[A] সম্রাটের নিজের মালিকানাধীন জমি
[B] সমস্ত সাম্রাজ্যিক প্রতিষ্ঠান
[C] যে জমি থেকে রাজ্যকোষের জন্য রাজস্ব সংগ্রহ করা হত
[D] ধর্মীয় ভূমি অনুদান
Answer – সম্রাটের নিজের মালিকানাধীন জমি
৭) যবনিকা শব্দের অর্থ কি ?
[A] নর্তকী
[B] বৈদেশিক পণ্য
[C] থিয়েটার
[D] পর্দা
Answer – পর্দা
৮) টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন ?
[A] মাদুরাই
[B] হায়দ্রাবাদ
[C] বিজয়নগর
[D] মাইসোর (মহিশুর)
Answer – মাইসোর (মহিশুর)
৯) মহাত্মা গান্ধী ব্রিটিশদের দেওয়া কোন উপাধি অসহযোগ আন্দোলনের সময় পরিত্যাগ করেন ?
[A] কাইজার ই হিন্দ
[B] হিন্দ কেশরী
[C] রাইট অনারেবল
[D] রায় বাহাদুর
Answer – কাইজার ই হিন্দ
১০) হরপ্পা ও মহেঞ্জোদারোতে একটি ধারালো শ্রেণী বিভাগ ছিল কি দেখে তা বোঝা যায় ?
[A] হরপ্পার আদিবাসীদের ধর্মীয় বিশ্বাস
[B] সিন্ধু সিল খনন
[C] খননকৃত বিভিন্ন ধরনের আবাস
[D] হরপ্পায় ব্যবহৃত সরঞ্জাম ও যন্ত্রপাতি
Answer – খননকৃত বিভিন্ন ধরনের আবাস
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) সহজে পড়া যায় না এমন পুরাতন লেখাপড়া সম্ভব হয় কার মাধ্যমে ?
[A] অবলোহিত রশ্মি
[B] মহাজাগতিক রশ্মি
[C] অতিবেগুনি রশ্মি
[D] কোনোটিই নয়
Answer – অবলোহিত রশ্মি
WB Gram Panchayat Exam Practice Set 58
১২) মেসন পাওয়া যায়
[A] লেসার বিমে
[B] v- রশ্মিতে
[C] মহাজাগতিক রশ্মিতে
[D] x- রশ্মিতে
Answer – মহাজাগতিক রশ্মিতে
১৩) x- রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত oder (অর্ডার) এর –
[A] |m
[B] 1 cm
[C] 10pum
[D] 1Å
Answer – 1Å
১৪) নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয় ?
[A] আ্যমমিটার
[B] পোটেনসিওমিটার
[C] ভোল্টমিটার
[D] ভোল্টামিটার
Answer – ভোল্টামিটার
১৫) কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ?
[A] 4°C
[B] 1°C
[C] 6°C
[D] 2°C
Answer – 4°C
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here