WB Gram Panchayat Exam Practice Set 59 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 59 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫৯ (WB Gram Panchayat Exam Practice Set 59)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 59

১) বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ?

[A] তাপ শক্তি

[B] গতি শক্তি

[C] আলোক শক্তি

[D] স্থিতি শক্তি

Answer – স্থিতি শক্তি

২) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে ?

[A] সংকট কোণের চেয়ে ছোট

[B] সংকট কোণের চেয়ে বড়

[C] সংকট কোণের সমান

[D] কোনোটিই নয়

Answer – সংকট কোণের চেয়ে বড়

৩) সুরশলাকার আকৃতি কিরূপ ?

[A] U আকৃতির

[B] V আকৃতির

[C] Y আকৃতির

[D] I আকৃতির

Answer – U আকৃতির

৪) খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিশব্দ হয় একে কি বলে ?

[A] প্রতিসরণ

[B] অনুরণন

[C] প্রতিধ্বনি

[D] প্রতিফলন

Answer – প্রতিধ্বনি

৫) কার্য করার সামর্থকে কি বলে ? 

[A] বল

[B] শক্তি

[C] ক্ষমতা

[D] কার্যহীন বলে

Answer – শক্তি

WB Gram Panchayat Exam Practice Set 59

৬) ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কবার ব্যবহৃত হয় ?

[A] দুইবার

[B] একবার

[C] চারবার

[D] তিনবার

Answer – দুইবার

৭) কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়ার নিচের কোন ধরনের রূপান্তর ?

[A] রাসায়নিক শক্তি — তাপ শক্তি

[B] যান্ত্রিক শক্তি — তাপ শক্তি

[C] পারমাণবিক শক্তি — তাপ শক্তি

[D] আলোক শক্তি — তাপ শক্তি

Answer – রাসায়নিক শক্তি — তাপ শক্তি

৮) দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয় ?

[A] রিস্ট ওয়াচ

[B] স্টপ ওয়াচ

[C] জলঘড়ি

[D] দেওয়াল ঘড়ি

Answer – স্টপ ওয়াচ

৯) নিচের কোনটি ভেক্টর রাশি ?

[A] ভর

[B] দৈর্ঘ্য

[C] উষ্ণতা

[D] ভার

Answer – ভার

১০) তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি ২০ গ্রামের বাটখাড়া থাকে ?

[A] দুটি

[B] একটি

[C] চারটি

[D] তিনটি

Answer – দুটি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় ?

[A] খনিগর্ভে

[B] পৃথিবীর কেন্দ্রে

[C] মেরু অঞ্চলে

[D] নিরক্ষীয় অঞ্চলে

Answer – মেরু অঞ্চলে

১২) নিচের কোন পদার্থটির গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই ?

[A] মোম

[B] লোহা

[C] আ্যন্টিমনি

[D] বিসমাথ

Answer – মোম

১৩) দার্জিলিং- এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন ?

[A] বায়ুর চাপ বেশি

[B] বেশি ঠান্ডা

[C] সৌরশক্তি কম

[D] বায়ুর চাপ কম

Answer – বায়ুর চাপ কম

১৪) আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?

[A] 50%

[B] 60%

[C] 75%

[D] 100%

Answer – 100%

১৫) কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?

[A] বাতাসে

[B] জলে

[C] শূন্যমাধ্যমে

[D] কাচে

Answer – শূন্যমাধ্যমে

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here