WB Gram Panchayat Exam Practice Set 61 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 61 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬১ (WB Gram Panchayat Exam Practice Set 61)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 61

১) কোন কলায় রক্তবাহ থাকেনা ?

[A] আবরণী কলা

[B] যোগকলা

[C] স্নায়ুকলা

[D] পেশিকলা

Answer – আবরণী কলা

২) লালা গ্রন্থি তে কোন আবরণী কলা থাকে ?

[A] ঘনকাকার আবরণী কলা

[B] আঁইশাকার আবরণী কলা

[C] সিলিয়াযুক্ত আবরণী কলা

[D] স্তম্ভকার আবরণী কলা

Answer – ঘনকাকার আবরণী কলা

৩) আবরণী কলার কার্য হল –

[A] রেচন

[B] শোষণ

[C] প্রতিরক্ষা

[D] সবগুলিই

Answer – সবগুলিই

৪) মূলে কোন ধরনের নালিকা বান্ডিল দেখা যায় ?

[A] সমপর্শীয়

[B] অরীয়

[C] কেন্দ্রীয়

[D] সমদ্বিপার্শ্বীয়

Answer – অরীয়

৫) কাণ্ডের জাইলেমের প্রকৃতি হল –

[A] এক্সার্ক

[B] মেসার্ক

[C] এণ্ডার্ক

[D] কোনোটিই নয়

Answer – এণ্ডার্ক

WB Gram Panchayat Exam Practice Set 61

৬) বেশি কোষের সংকোচন-প্রসারণে সাহায্য করে প্রোটিন হলো –

[A] অ্যাকটিন ও হিমোগ্লোবিন

[B] অ্যাকটিন ও মায়োসিন

[C] ট্রপোনিন ও ট্রোপোমায়সিন

[D] মায়োসিন ও হিস্টোন

Answer – অ্যাকটিন ও মায়োসিন

৭) উদ্ভিদকোশে অনুপস্থিত অজ্ঞান হল –

[A] গলগিবস্তু

[B] মাইটোকনড্রিয়া

[C] নিউক্লিয়াস

[D] সেন্ট্রোজোম

Answer – সেন্ট্রোজোম

৮) ব্যাঙাচি থেকে ব্যাঙ এ রূপান্তরে সাহায্য করে –

[A] লাইসোজোম

[B] রাইবোজোম

[C] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম

[D] গলগিবস্তু

Answer – লাইসোজোম

৯) কোন কোন কোশীয় অঙ্গানুতে রাইবোজোম থাকে ?

[A] মাইটোকনড্রিয়া

[B] নিউক্লিয়াস

[C] ক্লোরোপ্লাস্ট

[D] সবগুলিই

Answer – সবগুলিই

১০) পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে –

[A] গলগিবস্তু

[B] মাইটোকনড্রিয়া

[C] ক্লোরোপ্লাস্ট

[D] রাইবোজোম

Answer – গলগিবস্তু

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) রক্তের প্রতিরক্ষা প্রদানকারী প্রোটিন –

[A] গ্লোবিউলিন

[B] এলবুমিন

[C] ফ্রাইব্রিনোজেন

[D] প্রোথ্রম্বিন

Answer – গ্লোবিউলিন

১২) প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা –

[A] 20 লক্ষ

[B] 10 লক্ষ

[C] 1 লক্ষ

[D] 30 লক্ষ

Answer – 10 লক্ষ

১৩) একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ –

[A] 5 লিটার

[B] 8 লিটার

[C] 4 লিটার

[D] 6 লিটার

Answer – 5 লিটার

১৪) লসিকায় কোন শ্বেত রক্ত কণিকা থাকে ?

[A] লিম্ফোসাইট

[B] নিউট্রোফিল

[C] ইয়াসিনোফিল

[D] মনোসাইট

Answer – লিম্ফোসাইট

১৫) মানব দেহের সবথেকে কঠিন বস্তু কোনটি ?

[A] ডেন্টাইন

[B] এনামেল

[C] তরুণাস্থি

[D] অস্থি

Answer – এনামেল

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here