WB Gram Panchayat Exam Practice Set 62 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 62 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬২ (WB Gram Panchayat Exam Practice Set 62)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 62

১) কোন রেশমমথের পোষক-উদ্ভিদ সাল ও কুল ?

[A] তসর

[B] তুঁতজাত

[C] এরি

[D] মুগ

Answer – তসর

২) আমেরিকান পোল্ট্রি ব্রিড হল –

[A] অরর্পিংটন

[B] লেগ হর

[C] রোড আইল্যান্ড রেড়

[D] ব্রামা

Answer – রোড আইল্যান্ড রেড়

৩) সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ হল –

[A] রেসারপিন

[B] স্ট্রিকনিন

[C] কুইনাইন

[D] ডাটুরিন

Answer – কুইনাইন

৪) মরফিন এর উৎস হল –

[A] কুচিলা গাছের বীজ

[B] আফিং গাছের কাঁচা ফলের ত্বক

[C] সর্পগন্ধার মূল

[D] সিঙ্কোনা ছাল

Answer – আফিং গাছের কাঁচা ফলের ত্বক

৫) মানুষের মূত্রে উপস্থিত প্রধান রেচন পদার্থ হল –

[A] অ্যামোনিয়া

[B] ইউরিয়া

[C] কার্বন-ডাই-অক্সাইড

[D] ইউরিক অ্যাসিড

Answer – ইউরিয়া

WB Gram Panchayat Exam Practice Set 62

৬) মানবদেহের ভারসাম্য রক্ষা করে –

[A] মধ্যমস্তিষ্ক

[B] গুরুমস্তিষ্ক

[C] সুষুম্নাকান্ড

[D] লঘুমস্তিষ্ক

Answer – লঘুমস্তিষ্ক

৭) মোচার নেয় খোলো কোন প্রাণীর বৈশিষ্ট্য ?

[A] স্পঞ্জ

[B] স্থল শামুক

[C] তারামাছ

[D] হাইড্রা

Answer – স্থল শামুক

৮) রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে পাওয়া যায় ?

[A] মূল

[B] কান্ড

[C] ফুল

[D] পাতা

Answer – মূল

৯) নালিকা তন্ত্র কোন প্রাণীর বৈশিষ্ট্য ?

[A] প্রজাপতি

[B] হাইড্রা

[C] তারামাছ

[D] স্পঞ্জ

Answer – স্পঞ্জ

১০) টিউবফিট কোন প্রাণীর গমনাঙ্গ ?

[A] স্পঞ্জ

[B] আরশোলা

[C] স্থল শামুক

[D] তারামাছ

Answer – তারামাছ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত ?

[A] 8-10 মিটার

[B] 3 মিটার

[C] 15-25 মিটার

[D] 20 মিটার

Answer – 8-10 মিটার

১২) মানুষের ক্ষুদ্রান্তের মধ্য অংশ হলো –

[A] জেজুনাম

[B] ডিয়োডেনাম

[C] ইলিয়াম

[D] কোনোটিই নয়

Answer – জেজুনাম

১৩) লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল –

[A] 18 দিন

[B] 12 দিন

[C] 40 দিন

[D] 120 দিন

Answer – 120 দিন

১৪) কোন খাদ্য শক্তির চাহিদা মেটায় ?

[A] প্রোটিন

[B] ফ্যাট

[C] শর্করা

[D] সবগুলি

Answer – সবগুলি

১৫) মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্যের পরিপাক বা শোষণ হয় না ?

[A] পাকস্থলী

[B] গ্রাসনালী

[C] বৃহদন্ত্র

[D] ক্ষুদ্রান্ত্র

Answer – গ্রাসনালী

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here