WB Gram Panchayat Exam Practice Set 64 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৪, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 64 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৪ (WB Gram Panchayat Exam Practice Set 64)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 64

১) বায়ুথলি কোন প্রাণীর বৈশিষ্ট্য ?

[A] কেউটে সাপ

[B] পায়রা

[C] বাদুড়

[D] সোনা ব্যাঙ

Answer – পায়রা

২) প্যাটাজিয়াম কোন প্রাণী বৈশিষ্ট্য ?

[A] বানর

[B] বাদুড়

[C] তারামাছ

[D] পায়রা

Answer – বাদুড়

৩) মানুষের লোহিত রক্ত কণিকার সমসারক দ্রবণ হলো –

[A] 1.2% NaCL দ্রবন

[B] 0.5% NaCL দ্রবণ

[C]0.1% NaCL দ্রবণ

[D] 0.9% NaCL দ্রবণ

Answer – 0.9% NaCL দ্রবণ

৪) ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে –

[A] দ্বিপত্রক কপাটিকা

[B] ত্রিপত্রক কপাটিকা

[C] থেবেসিয়ান কপাটিকা

[D] অর্ধচন্দ্রাকার কপাটিকা

Answer – ত্রিপত্রক কপাটিকা

৫) ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে –

[A] কিউলেক্স মশা

[B] অ্যানোফিলিস মশা

[C] মাছি

[D] এডিস মশা

Answer – অ্যানোফিলিস মশা

WB Gram Panchayat Exam Practice Set 64

৬) ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে –

[A] কিউলেক্স মশা

[B] অ্যানোফিলিস মশা

[C] মাছি

[D] এইডিস মশা

Answer – কিউলেক্স মশা

৭) একটি অসস্যল বীজ হলো –

[A] ধান

[B] মটর

[C] ভুট্টা

[D] গম

Answer – মটর

৮) শৈবাল ও ছত্রাককে একত্রে বলে –

[A] ব্রায়োফাইটা

[B] থ্যালোফাইটা

[C] জিমনোস্পার্ম

[D] টেরিডোফাইটা

Answer – থ্যালোফাইটা

৯) পিত্তরস উৎপন্ন হয় –

[A] যকৃতে

[B] পিত্তাশয়ে

[C] লালাগ্রন্থীতে

[D] অগ্নাশয়ে

Answer – যকৃতে

১০) দীর্ঘতম প্রাণীকোশ হল ?

[A] লোহিত রক্তকণিকা

[B] স্নায়ুকোশ

[C] কুফার কোশ

[D] মেদকোশ

Answer – স্নায়ুকোশ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কে সর্বপ্রথম কোশ কথাটি ব্যবহার করেন ?

[A] রবার্ট হুক

[B] ডাউঘাটি

[C] লুই পাস্তুর

[D] জ্যানসেন

Answer – রবার্ট হুক

১২) নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদকোশ হল –

[A] সঙ্গীকোশ

[B] সিভনল

[C] ট্রাকিড

[D] ট্রাকিয়া

Answer – সিভনল

১৩) প্রোক্যারিয়োটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হল –

[A] 80 S

[B] 70 S

[C] 5.8 S

[D] 55 S

Answer – 70 S

১৪) প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট –

[A] আ্যলিউরোনপ্লাস্ট

[B] আ্যমাইলোপ্লাস্ট

[C] রোডোপ্লাস্ট

[D] ইলিয়োপ্লাস্ট

Answer – আ্যলিউরোনপ্লাস্ট

১৫) কমলা বর্ণের রঞ্জক হল –

[A] জ্যাথিন

[B] ক্যারোটিন

[C] জ্যান্থফিল

[D] ক্লোরোফিল

Answer – ক্যারোটিন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here