WB Gram Panchayat Exam Practice Set 65 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 65 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৫ (WB Gram Panchayat Exam Practice Set 65)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 65

১) উদ্ভিদ কোষপ্রাচীরের মুখ্য উপাদান হল –

[A] পেকটিন

[B] কাইনিন

[C] প্রোটিন

[D] সেলুলোজ

Answer – সেলুলোজ

২) প্রোক্যারিয়োটিক কোশের উদাহরণ হল –

[A] নীলাভ- সবুজ শৈবাল

[B] মাইকোপ্লাজমা

[C] ব্যাকটেরিয়া

[D] সব কয়টি

Answer – সব কয়টি

৩) ভ্যাকুলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজম এর স্বচ্ছ ও পাতলা স্তর হল –

[A] এন্ডপ্লাজম

[B] এক্টোপ্লাজম

[C] টোনোপ্লাজম

[D] হায়ালোপ্লাজম

Answer – টোনোপ্লাজম

৪) কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ?

[A] ফন্টানা

[B] পারকিনজি

[C] ক্যামিলো গলগি

[D] রবার্ট ব্রাউন

Answer – পারকিনজি

৫) কোন বিজ্ঞানী মাইটোকনড্রিয়াকে বায়প্লাস্টিক নামে অভিহিত করেন ?

[A] বেন্ডা

[B] অলটম্যান

[C] প্যালাডে

[D] বোভেরি

Answer – অলটম্যান

WB Gram Panchayat Exam Practice Set 65

৬) পাইন গাছের কাণ্ডে ও পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায় ?

[A] রজন

[B] তরুক্ষীর

[C] রাফাইড

[D] উপক্ষার

Answer – রজন

৭) উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় –

[A] পার্শ্বস্থ ভাজক কলা

[B] অগ্রস্থ ভাজক কলা

[C] স্থায়ী কলা

[D] নিবেশিত ভাজক কলা

Answer – পার্শ্বস্থ ভাজক কলা

৮) দুমুখো ছুঁচোলো প্যারেনকাইমা হলো –

[A] এরেনকাইমা

[B] ক্লোরেনকাইমা

[C] প্রসেনকাইমা

[D] ইডিয়োব্লাস্ট

Answer – প্রসেনকাইমা

৯) লাউ, কুমড়ার কাণ্ডে কোন কোলেনকাইমা পাওয়া যায় ?

[A] কুপাকৃতি

[B] কৌণিক

[C] স্কেলরাইড

[D] স্তরীভূত

Answer – স্কেলরাইড

১০) পাট গাছের তন্তু হল –

[A] কোলেনকাইমা

[B] প্যারেনকাইমা

[C] প্রোসেনকাইমা

[D] স্কেলরেনকাইমা

Answer – স্কেলরেনকাইমা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) স্কেলরেনকাইমা তন্তুর দৈর্ঘ্য –

[A] 55 cm পর্যন্ত হতে পারে

[B] 25 cmপর্যন্ত হতে পারে

[C] 500 cm পর্যন্ত হতে পারে

[D] 30 cm পর্যন্ত হতে পারে

Answer – 55 cm পর্যন্ত হতে পারে

১২) একটি গ্রিনহাউস গ্যাস হল –

[A] নাইট্রোজেন ডাইঅক্সাইড

[B] মিথেন

[C] সালফার ডাইঅক্সাইড

[D] হাইড্রোজেন সালফাইড

Answer – সালফার ডাইঅক্সাইড

১৩) ট্রাকিয়ার কাজ হল –

[A] উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা

[B] জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করা

[C] খাদ্য প্রস্তুত করা

[D] (a) ও (b) উভয়ই

Answer – (a) ও (b) উভয়ই

১৪) একটি ক্লোরিন জাতীয় কীটনাশক হলো –

[A] ম্যালাথিয়ন

[B] DDT

[C] আ্যলডিকার্ব

[D] পাইরেথ্রাম

Answer – DDT

১৫) জলদূষন ঘটায় –

[A] সাইট্রেট

[B] নাইট্রেট

[C] সালফেট

[D] কার্বোনেট

Answer – নাইট্রেট

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here