WB Gram Panchayat Exam Practice Set 67 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৭, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 67 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৭ (WB Gram Panchayat Exam Practice Set 67)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 67

১) ভারতের রাষ্ট্র ব্যবস্থা   হল –

[A] একনায়কতান্ত্রিক

[B] সামরিক

[C] গণতান্ত্রিক

[D] কোনোটিই নয়

Answer – গণতান্ত্রিক

২) সার্বভৌম শব্দটির অর্থ হল –

[A] অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত

[B] বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত

[C] কোন আন্তর্জাতিক সংস্থা নিয়ন্ত্রণ মুক্ত

[D] সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত

Answer – অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত

৩) ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি –

[A] সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[B] সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[C] যুক্তরাষ্ট্রীয়, গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[D] সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র

Answer – সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র

৪) ভারতবর্ষ সংবিধান নিম্নোক্ত কোন আইন কে ভিত্তি করে গড়ে উঠেছে ?

[A] ভারত শাসন আইন ১৯১৯

[B] ভারত শাসন আইন ১৯৪৮

[C] ভারত শাসন আইন ১৯৩৫

[D] ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯

Answer – ভারত শাসন আইন ১৯৩৫

৫) ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে –

[A] ব্রিটেন

[B] ফ্রান্স

[C] সুইডেন

[D] কানাডা

Answer – ব্রিটেন

WB Gram Panchayat Exam Practice Set 67

৬) নিম্নলিখিত কোন ধারণাটি ভারতীয় সংবিধান রচনার সময় প্রণেতাগণ গ্রহণ করেননি ?

[A] যুগ্ম তালিকা

[B] মৌলিক অধিকার

[C] নির্দেশাত্মক নীতি

[D] মৌলিক কর্তব্য

Answer – মৌলিক কর্তব্য

৭) ভারতের বিচার ক্ষেত্রে জনস্বার্থ মামলার ধারণা কোন দেশ থেকে আগত ?

[A] মার্কিন যুক্তরাষ্ট্র

[B] ইউ কে

[C] কানাডা

[D] সুইডেন

Answer – সুইডে

৮) রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভারতের সংবিধান –

[A] এককেন্দ্রিক

[B] আধা- যুক্তরাষ্ট্রীয়

[C] যুক্তরাষ্ট্রীয়

[D] কোনোটিই নয়

Answer – আধা- যুক্তরাষ্ট্রীয়

৯) নিম্নলিখিত কোন রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান ?

[A] গ্রেট ব্রিটেন

[B] জাপান

[C] নেপাল

[D] কোনোটিই নয়

Answer – কোনোটিই নয়

১০) পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনা কে অন্তর্ভুক্ত করে ?

[A] ইংল্যান্ড

[B] মার্কিন যুক্তরাষ্ট্র

[C] আয়ারল্যান্ড

[D] কানাডা

Answer – মার্কিন যুক্তরাষ্ট্

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন –

[A] রাজগোপালাচারী

[B] ড. আম্বেদকর

[C] ড. রাজেন্দ্র প্রসাদ

[D] আব্দুল কালাম আজাদ

Answer – ড. রাজেন্দ্র প্রসাদ

১২) গণপরিষদে মোট কতজন সদস্য দেশীয় রাজা দ্বারা মনোনীত হয়েছিল ?

[A] ৮৩ জন

[B] ১৩ জন

[C] ৯৭ জন

[D] ৯৩ জন

Answer – ৯৩ জন

১৩) মানুষের রক্তে শ্বেত ও লোহিত রক্তকণিকার অনুপাত –

[A] 8000:1

[B] 700:1

[C] 100000:1

[D] 50:1

Answer – 700:1

১৪) কোন শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে ?

[A] ইয়োসিনোফিল

[B] নিউট্রোফিল

[C] লিম্ফোসাইট

[D] বেসোফিল

Answer – বেসোফিল

১৫) বর্জ্যপদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমা হল –

[A] ইডিয়োব্লাস্ট

[B] প্রসেনকাইমা

[C] এরেনকাইমা

[D] স্কেলরেনকাইমা

Answer – ইডিয়োব্লাস্ট

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here