WB Gram Panchayat Exam Practice Set 69 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 69 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬৯ (WB Gram Panchayat Exam Practice Set 69)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 69

১) ভারতের প্রথম Tri- Service Common Defence Station হতে চলেছে কোন শহর ?

[A] মুম্বাই

[B] নিউ দিল্লি

[C] নাগপুর

[D] চেন্নাই

Answer – মুম্বাই

২) সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা GI Tag পেল ?

[A] আসাম

[B] ওড়িশা

[C] পশ্চিমবঙ্গ

[D] ত্রিপুরা

Answer – ত্রিপুরা

৩) Union Asset Management Company-এর CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] মধুনায়ার

[B] গঙ্গারাম সেন

[C] মিলন দাস

[D] কুশল দত্ত

Answer – মধুনায়ার

৪) এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে কোন দেশ ?

[A] শ্রীলংকা

[B] বাংলাদেশ

[C] ভারত

[D] চীন

Answer – ভারত

৫) Phone pe- এর মাধ্যমে UPI পেমেন্ট শুরু করল কোন দেশ ?

[A] সৌদি আরব

[B] UAE

[C] নেপাল

[D] মায়ানমার

Answer – সংযুক্ত আরব আমিরাত (UAE)

WB Gram Panchayat Exam Practice Set 69

৬) Press Information Bureau- এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?

[A] শেফালী বি. শরণ

[B] অর্জন কারক

[C] অভীক সরকার

[D] কেউই নন

Answer – শেফালী বি. শরণ

৭) ২০২৪ মার্চ মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা ?

[A] ১.৫৭

[B] ১.৮৭

[C] ১.৬৬

[D] ১. ৭৮

Answer – ১.৭৮ লক্ষ কোটি টাকা

৮) ভারত মালদ্বীপ এবং কোন দেশের মধ্যে ‘Dosti-16’ নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হল ?

[A] বাংলাদেশ

[B] শ্রীলংকা

[C] ইন্দোনেশিয়া

[D] ভিয়েতনাম

Answer – শ্রীলংকা

৯) Axis Capital- এর নতুন MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] গৌরব সিং

[B] সৃজিত শ্রীবাস্তব

[C] অতুল মেহরা

[D] মিজান শেখ

Answer – অতুল মেহেরা

১০) কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক “রিগনাই পচরা” GI Tag পেল ?

[A] আসাম

[B] ত্রিপুরা

[C] ওড়িশা

[D] ঝাড়খন্ড

Answer – ত্রিপুরা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) Miami Open 2024- এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে ?

[A] Rafael Nadal

[B] Jannik Sinner

[C] Novak Djokovic

[D] কেউই নন

Answer – Jannik Sinner

১২) Miami Open 2024- এ মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা Danielle Collins ?

[A] সার্বিয়া

[B] সুইডেন

[C] আমেরিকা

[D] অস্ট্রিয়া

Answer – আমেরিকা

১৩) সংস্কৃত গবেষণা ও শিক্ষাকে প্রমোট করতে কোন দেশের সাথে রাজি হল ভারত ?

[A] ভুটান

[B] নেপাল

[C] শ্রীলংকা

[D] মায়ানমার

Answer – নেপাল

১৪) কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Judith Suminwa Tuluka ?

[A] চিলি

[B] কঙ্গো

[C] বাহরাইন

[D] পানামা

Answer – কঙ্গো

১৫) একমাত্র ভারতীয় ওয়েটলিফটার হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে ?

[A] মীরাবাঈ চানু

[B] কুঞ্জরানী দেবী

[C] কর্নাম মাল্লেশ্বরী

[D] কেউই নন

Answer মীরাবাঈ চানু

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here