WB Gram Panchayat Exam Practice Set 70 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 70 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭০ (WB Gram Panchayat Exam Practice Set 70)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 70

১) আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে ?

[A] ৫ ই এপ্রিল

[B] ৪ঠা এপ্রিল

[C] ৭ই এপ্রিল

[D] ৬ই এপ্রিল

Answer – ৪ঠা এপ্রিল

২) বিনোদনমূলক ক্ষেত্রে গাজার ব্যবহারকে বৈধতা দিল কোন দেশ ?

[A] কানাডা

[B] জার্মানি

[C] জাপান

[D] ব্রিটেন

Answer – জার্মানি

৩) ASSOCHAM- এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ?

[A] সঞ্জয় নায়ার

[B] সুখেন শুক্লা

[C] অজয় সিং

[D] কেউই নন

Answer – সঞ্জয় নায়ার

৪) Konkan Railway Corporation- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] নিতিন বর্মন

[B] অয়ন আহমেদ

[C] কিশোর শর্মা

[D] সন্তোষ কুমার ঝাঁ।

Answer – সন্তোষ কুমার ঝাঁ

৫) পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 56th National Kho Kho Championship 2023- 24 জিতল কোন টিম ?

[A] কর্ণাটক

[B] মহারাষ্ট্র

[C] তামিলনাড়ু

[D] কেরালা

Answer – মহারাষ্ট্র

WB Gram Panchayat Exam Practice Set 70

৬) ভারতের লিথিয়াম – আয়ন ব্যাটারী প্রস্তুত করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো Indian Oil ?

[A] Panasonic

[B] Duracell

[C] Exide

[D] Eveready

Answer – Panasonic

৭) ভারতের Top Cargo- Handling Port in 2023-24 তকমা পেল কোন বন্দর ?

[A] কলকাতা

[B] মারমাগাঁও

[C] প্যারাদ্বীপ

[D] হলদিয়া

Answer – প্যারাদ্বীপ

৮) পরম বীর গার্ডেনের উদ্বোধন করলেন কোন রাজ্যের রাজ্যপাল আর. এন. রবি ?

[A] অন্ধপ্রদেশ

[B] আসাম

[C] তামিলনাড়ু

[D] গুজরাট

Answer – তামিলনাড়ু

৯) Tata International- এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] মতি বিশ্বাস

[B] রাজীব  সিংহল

[C] স্বপন ভট্টাচার্য

[D] বিকাশ কুমার

Answer – রাজীব সিংহল

১০) কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রবি কোটা ?

[A] নাগাল্যান্ড

[B] মনিপুর

[C] মেঘালয়

[D] আসাম

Answer আসাম

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে ?

[A] ৬ই এপ্রিল

[B] ৫ই এপ্রিল

[C] ৮ই এপ্রিল

[D] ৭ই এপ্রিল

Answer – ৫ই এপ্রিল

১২) কোথায় ক্যান্সারের জন্য জিম থেরাপি লঞ্চ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ?

[A] IIT Bombay

[B] IIT Kolkata

[C] IIT Madras

[D] কোনোটিই নয়

Answer – IIT Bombay

১৩) কোন দেশে রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করলেন Abdel Fattah Al-Sisi ?

[A] কাজাখস্তান

[B] ইজরায়েল

[C] ইজিপ্ট

[D] ইরান

Answer – ইজিপ্ট (মিশর)

১৪) ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্ধুত করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন ?

[A] আয়ুষ্মান খুরানা

[B] প্রিয়াঙ্কা চোপড়া

[C] রাণবীর কাপুর

[D] শাহরুখ খান

Answer – আয়ুষ্মান খুরানা

১৫)  National Fame Award 2024 পেলেন কোন চিকিৎসক ?

[A] সায়ন ঘোষ

[B] মহেশ খেটো

[C] কার্থিক কম্মুরি

[D] আর.  এন. মূর্তি

Answer – ডা. কার্থিক কম্মুরি

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here