WB Gram Panchayat Exam Practice Set 71 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭১ (WB Gram Panchayat Exam Practice Set 71)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 71
১) IWF World Cup- এ ভারতীয় ওয়েটলিফটার ইন্দিরাণি দেবী কিসের মেডেল জিতলেন ?
[A] সোনা
[B] রুপা
[C] ব্রোঞ্জ
[D] কোনোটিই নয়
Answer – ব্রোঞ্জ
২) সম্প্রতি প্রয়াত বিশেশ্বরা রাও কোন ভাষার অভিনেতা ছিলেন ?
[A] তেলেগু
[B] মালায়ালম
[C] কন্নড়
[D] তামিল
Answer – তামিল
৩) সম্প্রতি দেশের প্রথম Commercial Crude Oil Strategic Storage তৈরি করেছে কে ?
[A] ভারত
[B] বাংলাদেশ
[C] থাইল্যান্ড
[D] শ্রীলংকা
Answer – ভারত
৪) ‘IRAH’ শিরোনামে প্রথম AI বেসড মুক্তি ট্রেইলার লঞ্চ করলো কোন দেশ ?
[A] ইংল্যান্ড
[B] চীন
[C] পাকিস্তান
[D] ভারত
Answer – ভারত
৫) মালদ্বীপের পর এবার ‘India Out’ ক্যাম্পেইন চলতে দেখা গেল কোন দেশে ?
[A] নেপাল
[B] বাংলাদেশ
[C] মায়ানমার
[D] ভুটান
Answer – বাংলাদেশ
WB Gram Panchayat Exam Practice Set 71
৬) স্বাধীনতার ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্য গুলি পুনর্গ গঠিত হয় ?
[A] ১৯৫১
[B] ১৯৪৭
[C] ১৯৬৬
[D] ১৯৫৬
Answer – ১৯৫৬
৭) কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয় ?
[A] ৩৬ তম
[B] ৩৫ তম
[C] ৩৮ তম
[D] ৩৭তম
Answer – ৩৬ তম
৮) কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হয় –
[A] অন্তর্ভুক্তিকরনের মাধ্যমে
[B] পুলিশি পদক্ষেপ এর মাধ্যমে
[C] গণভোটের মাধ্যমে
[D] কোনোটিই নয়
Answer – অন্তর্ভুক্তিকরনের মাধ্যমে
৯) কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল ?
[A] ১৯৬১
[B] ১৯৫৩
[C] ১৯৬৩
[D] ১৯৫৫
Answer – ১৯৫৫
১০) কত নং ধারা অনুযায়ী বিদেশী রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় ও নতুন রাজ্য গঠন করা যায় ?
[A] ২
[B] ১
[C] ৪
[D] ৩
Answer – ২
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) সংবিধানের এক নং ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে –
[A] আধা- যুক্তরাষ্ট্র
[B] যুক্তরাষ্ট্র
[C] এককেন্দ্রিক রাষ্ট্র
[D] রাজ্যসমূহের ইউনিয়ন
Answer – রাজ্যসমূহের ইউনিয়ন
১২) সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হল –
[A] সংসদ
[B] রাষ্ট্রপতি
[C] সুপ্রিম কোর্ট
[D] নির্বাচন কমিশন
Answer – সংসদ
১৩) আইনের মাধ্যমে ভারতীয় সংবিধান কেন্দ্র- রাজ্য ক্ষমতা বিভাজনের পরিকল্পনায় অনুসৃত হয়েছিল ?
[A] মন্টেগু- জেমসফোর্ড আইন, ১৯১৯
[B] মর্লে- মিন্টো সংস্কার, ১৯০৯
[C] ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭
[D] ভারত শাসন আইন, ১৯৩৫
Answer – ভারত শাসন আইন, ১৯৩৫
১৪) ২০২৪ মার্চ মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন কে ?
[A] কামিন্দু মেন্দিস
[B] পাট কামিন্স
[C] বিরাট কোহলি
[D] কেউই নন
Answer – কামিন্দু মেন্দিস
১৫) ২০২৪ মার্চ মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন কোন দেশের ক্রিকেটার Maia Bouchier ?
[A] অস্ট্রেলিয়া
[B] আয়ারল্যান্ড
[C] ইংল্যান্ড
[D] নিউজিল্যান্ড
Answer – ইংল্যান্ড
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here