WB Gram Panchayat Exam Practice Set 73 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৩, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 73 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৩ (WB Gram Panchayat Exam Practice Set 73)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 73

১) ২০২৩ – ২৪ অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কে ?

[A] কর্ণাটক

[B] তামিলনাড়ু

[C] গুজরাট

[D] কেরালা

Answer – তামিলনাড়ু

২) জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কবে ?

[A] ২৫ শে এপ্রিল

[B] ২৪ শে এপ্রিল

[C] ২৭ শে এপ্রিল

[D] ২৬ শে এপ্রিল

Answer – ২৪ শে এপ্রিল

৩) কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষনা করলো ভারত ?

[A] পাকিস্তান

[B] আফগানিস্তান

[C] কুয়েত

[D] ইরান

Answer – কুয়েত

৪) প্রথম International Rainbow Tourism Conference হোস্ট করল কোন দেশ ?

[A] বাংলাদেশ

[B] ভারত

[C] নেপাল

[D] ভুটান

Answer – নেপাল

৫) 2024 World Press Photo of the Year Award  জিতলেন কোন দেশের ফটোগ্রাফার মোহাম্মদ সালেম ?

[A] প্যালেস্টাইন

[B] ইজরায়েল

[C] মরক্কো

[D] ইউক্রেন

Answer – প্যালেস্টাইন

WB Gram Panchayat Exam Practice Set 73

৬) KISS Humanitarian Award 2021 জিতলেন কোন শিল্প ব্যক্তিত্ব ?

[A] মুকেশ আম্বানি

[B] রতন টাটা

[C] আজিম প্রেমজি

[D] গৌতম আদানি

Answer – রতন টাটা

৭) Global Military Spending in 2023 তালিকার ভারতের স্থান কত ?

[A] চতুর্থ

[B] প্রথম

[C] দ্বিতীয়

[D] তৃতীয়

Answer – চতুর্থ

৮) IPL- এ ২০০টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কে ?

[A] জাসপ্রিত বুমরা

[B] হার্বাল প্যাটেল

[C] যুজবেন্দ্র চাহাল

[D] কেউই নন

Answer – যুজবেন্দ্র চাহাল

৯) Phi- 3- Mini নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কে ?

[A] Apple

[B] Meta

[C] Google

[D] Microsoft

Answer – Microsoft

১০) ডেটাট্রফিকের নিরিখে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হল কে ?

[A] Aramco

[B] Reliance Jio

[C] AT & T Inc.

[D] China Mobile

Answer – Reliance Jio

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোথায় নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করলো Rajasthan Royals ?

[A] বিকানের

[B] উদয়পুর

[C] জয়পুর

[D] আজমীর

Answer – জয়পুর

১২) MDH এবং Everest Masala ব্যান করলো কোন দেশ ?

[A] হংকং

[B] সিঙ্গাপুর

[C] কেউই নয়

[D] উভয়ই

Answer – উভয়ই

১৩) ভারতে OpenAI কোম্পানির প্রথম কর্মচারী হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] নলিন নেগী

[B] বন্দিতা কল

[C] প্রজ্ঞা মিশ্র

[D] কেউই নন

Answer – প্রজ্ঞা মিশ্র

১৪) ভারতের প্রথম Multi- Purpose Green Hydrogen Pilot Project উদ্বোধন করা হলো কোথায় ?

[A] উত্তরাখণ্ড

[B] গুজরাট

[C] মহারাষ্ট্র

[D] হিমাচল প্রদেশ

Answer – হিমাচল প্রদেশ

১৫) Wrestling Federation of India’s (WFI) Athletes’ Commission- এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে ?

 [A] নরসিং যাদব

[B] দীপক কুমার দহিয়া

[C] অর্জুন সিং

[D] অরুন নায়ার

Answer – নরসিং যাদব

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here