WB Gram Panchayat Exam Practice Set 74 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৪ (WB Gram Panchayat Exam Practice Set 74)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 74
১) সম্প্রতি প্রয়াত সুধীর কাকার কে ছিলেন ?
[A] অভিনেতা
[B] লেখক
[C] গণিতজ্ঞ
[D] ফুটবলার
Answer – লেখক
২) Lata Deenanath Mangeshkar Award পেলেন কে ?
[A] রনদীপ হুদা
[B] শাহরুখ খান
[C] বিশাল খান
[D] রণবীর কাপুর
Answer – রনদীপ হুদা
৩) সম্প্রতি অবসর ঘোষণাকারী বিশমা মারুফ কোন দেশের মহিলা ক্রিকেটার ?
[A] বাংলাদেশ
[B] পাকিস্তান
[C] আয়ারল্যান্ড
[D] সাউথ আফ্রিকা
Answer – পাকিস্তান
৪) ভারতের বৃহত্তম Climate Clock ইনস্টল করা হলো কোথায় ?
[A] চেন্নাই
[B] ইন্দোর
[C] নিউ দিল্লি
[D] মুম্বাই
Answer – নিউ দিল্লি
৫) সম্প্রতি অবসর ঘোষণা করলেন কোন দেশের মহিলা টেনিস খেলোয়াড় Garbine Muguruza ?
[A] স্পেন
[B] জাপান
[C] থাইল্যান্ড
[D] সুইডেন
Answer – স্পেন
WB Gram Panchayat Exam Practice Set 74
৬) Ocean Decade Conference 2024 অনুষ্ঠিত হলো কোথায় ?
[A] শ্রীলংকা
[B] স্পেন
[C] ফ্রান্স
[D] ভারত
Answer – স্পেন
৭) সমস্ত অফিসারদের ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করল কোন সরকার ?
[A] লাদাখ
[B] জম্মু-কাশ্মীর
[C] কর্ণাটক
[D] দিল্লি
Answer – জম্মু- কাশ্মীর
৮) “Adventure of a Travelling Monk” শিরোনামে বই লিখলেন কে ?
[A] অজয় স্বামী
[B] ইন্দ্রদ্যুমনা স্বামী
[C] শ্রী বিন্দুশেখর
[D] কেউই নন
Answer – ইন্দ্রদ্যুমনা স্বামী
৯) Coromandel International Ltd. – এর এক্সেকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] সন্তোষ ঝাঁ
[B] অরুণ আলাগাপ্পান
[C] অজিত আইয়ার
[D] সৌভিক ঘোষাল
Answer – অরুণ আলাগাপ্পান
১০) কোন দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন ইশাক দার ?
[A] তিউনিশিয়া
[B] কাজাখস্তান
[C] বাংলাদেশ
[D] পাকিস্তান
Answer – পাকিস্তান
১১) রসায়ন ও পেট্রোরসায়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?
[A] মোহিত কামাল
[B] অনুরাগ চন্দ্র
[C] শংকর পাল
[D] অমল বসু
Answer – অনুরাগ চন্দ্র
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১২) Macho Sport কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে ?
[A] রণবীর সিং
[B] বরুণ ধাওয়ান
[C] সিদ্ধার্থ মালহোত্রা
[D] সলমন খান
Answer – সিদ্ধার্থ মালহোত্রা
১৩) SCO Defence Ministers’ Meeting অনুষ্ঠিত হলো কোথায় ?
[A] মিশর
[B] ভারত
[C] পানামা
[D] কাজাখস্তান
Answer – কাজাখস্তান
১৪) G7 Summit 2024 হোস্ট করবে কোন দেশ ?
[A] ইতালি
[B] জার্মানি
[C] গ্রীস
[D] ব্রাজিল
Answer – ইতালি
১৫) National Statistical Commission- এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] দেবাশীষ কুন্ডু
[B] এ. গনেশ কুমার
[C] কেউই নন
[D] উভয়ই
Answer – উভয়ই
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here