WB Gram Panchayat Exam Practice Set 75 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 75 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৫ (WB Gram Panchayat Exam Practice Set 75)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 75

১) Shenzhou- 18 স্পেসক্রাফট লঞ্চ করল কোন দেশ ?

[A] ভারত

[B] চীন

[C] জাপান

[D] রাশিয়া

Answer – চীন

২) Indian Vaccine Manufacturers Association- এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ?

[A] সুদেষ্টা আইয়ার

[B] আর নরসিংহ

[C] ড. কৃষ্ণ ইল্লা

[D] সঞ্জয় শাহ

Answer – ড. কৃষ্ণ ইল্লা

৩) কোন সালের মধ্যে ভারতের ই-কমার্স মার্কেট হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম ?

[A] ২০৩০

[B] ২০৩৫

[C] ২০২৭

[D] ২০২৫

Answer – ২০৩০

৪) 3D Printed Dummy Ballot Unit তৈরি করল কে ?

[A] IIT Madras

[B] IIT Guwahati

[C] IIT Kanpur

[D] IIT Bombay

Answer – IIT Guwahati

৫) Batch Open Squash Title জিতলেন ভারতের কোন খেলোয়াড় ?

[A] সৌরভ ঘোষাল

[B] ভি.সেন্থিল কুমার

[C] চিরাগ শেট্টি

[D] লক্ষ্য সেন

Answer – ভি.সেন্থিল কুমার

WB Gram Panchayat Exam Practice Set 75

৬) বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় কবে ?

[A] ৩১ শে এপ্রিল

[B] ২৯ শে এপ্রিল

[C] ৩০ শে এপ্রিল

[D] কোনোটিই নয়

Answer – ২৯ শে এপ্রিল

৭) “The Winner’s Mindset” শিরোনামে বই লিখলেন কোন দেশের ক্রিকেটার শেন ওয়াটসন ?

[A] নিউজিল্যান্ড

[B] ইংল্যান্ড

[C] সাউথ আফ্রিকা

[D] অস্ট্রেলিয়া

Answer – অস্ট্রেলিয়া

৮) সমকামী সম্পর্ককে অপরাধী হিসেবে চিহ্নিত করে একটু আইন পাস করল কোন দেশের পার্লামেন্ট ?

[A] সৌদি আরব

[B] ইরাক

[C] পাকিস্তান

[D] ইরান

Answer – ইরাক

৯) Miss Universe Buenos Aires শিরোপা জিতলেন কোন দেশের Alejandra Rodriguez?

[A] মোজাম্বিক

[B] ভিয়েতনাম

[C] আর্জেন্টিনা

[D] সিঙ্গাপুর

Answer – আর্জেন্টিনা

১০) কোন দেশের ODI এবং T20I টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন Gary Kirsten ?

[A] পাকিস্তান

[B] আফগানিস্তান

[C] শ্রীলংকা

[D] বাংলাদেশ

Answer – পাকিস্তান

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারতের প্রথম আপগ্রেডেবল ATM লঞ্চ করলো কে ?

[A] Paytm

[B] Hitachi Payment Service

[C] Axis Bank

[D] HDFC Bank

Answer – Hitachi Payment Service

১২) রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লড়তে অস্ত্র সরবরাহ করবে কোন দেশ ?

[A] ফিলিপিন্স

[B] ভারত

[C] আমেরিকা

[D] থাইল্যান্ড

Answer – আমেরিকা

১৩) নতুন ‘Kamikaze’ ড্রোন উন্মোচন করল কোন দেশ ?

[A] ইজরায়েল

[B] ইরান

[C] ব্রিটেন

[D] রাশিয়া

Answer – ইরান

১৪) 2024 Cambridge Dedicated Teacher Award জিতলেন কে ?

[A] কার্তিকা শ্রীবাস্তব

[B] ময়ূরী প্যাটেল

[C] জিনা জাস্টাস

[D] কেউই নন

Answer – জিনা জাস্টাস

১৫) Clean Economy Investor Forum আয়োজিত হচ্ছে কোথায় ?

[A] সিঙ্গাপুর

[B] সৌদি আরব

[C] শ্রীলংকা

[D] মালদ্বীপ

Answer – সিঙ্গাপুর

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here