WB Gram Panchayat Exam Practice Set 76 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৬ (WB Gram Panchayat Exam Practice Set 76)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 76
১) কোথায় লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইলেকট্রনিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট তৈরি করবে কেন্দ্র ?
[A] বিহার
[B] উত্তরাখন্ড
[C] অন্ধ্রপ্রদেশ
[D] ঝাড়খন্ড
Answer – উত্তরাখন্ড
২) Air India- র গ্লোবাল এয়ারপোর্ট অপারেশন হেড পদে নিযুক্ত হলেন কে ?
[A] জয়রাম শানমুগম
[B] আর. রেড্ডি
[C] প্রশান্ত রায়
[D] কেউই নন
Answer – জয়রাম শানমুগম
৩) ভারতে কোন দেশের প্রথম মহিলা হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন Lindy Cameron ?
[A] আমেরিকা
[B] যুক্তরাজ্য (UK)
[C] রাশিয়া
[D] চীন
Answer – যুক্তরাজ্য (UK)
৪) US-India Tax Forum- এর হেড পদে নিযুক্ত হলেন কে ?
[A] অজিত দোভাল
[B] তরুণ বাজাজ
[C] সমরেশ প্রধান
[D] শ্রীকান্ত ঘোষ
Answer – তরুণ বাজাজ
৫) South Asian Person of the Year সম্মান পেলেন কোথাকার বংশভূত অভিনেত্রী অবস্তিকা ভান্দানাপু ?
[A] চেন্নাই
[B] বেঙ্গালুরু
[C] পুনে
[D] হায়দ্রাবাদ
Answer – হায়দ্রাবাদ
WB Gram Panchayat Exam Practice Set 76
৬) Girl Child Empowerment Mission (GEM) লঞ্চ করল কোন কোম্পানি ?
[A] NTPC Ltd.
[B] HCL
[C] Infosys
[D] SJVN
Answer – NTPC Ltd.
৭) 51st National Carrom Championship জিতলেন কে ?
[A] আশুতোষ সিং
[B] দোলন রানা
[C] রশ্মি কুমারী
[D] করণ আহুজা
Answer – রশ্মি কুমারী
৮) 2024 John Dirks Canada Gairdner Global Health Award পেলেন কোন ভারতীয় ডাক্তার ?
[A] ডা.গগনদীপ কঙ্গ
[B] রাহুল কাতরা
[C] কিরণ মোদক
[D] রিতেশ রায়
Answer – ডা. গগনদীপ কঙ্গ
৯) কোথায় Anti- Tank Guided Missile (ATGM) ট্রেনিং অনুশীলন অনুষ্ঠিত করল ইন্ডিয়ান আর্মি ?
[A] মনিপুর
[B] সিকিম
[C] মেঘালয়
[D] অরুণাচল প্রদেশ
Answer – সিকিম
১০) C- Dome নামে ডিফেন্স সিস্টেম মোতায়েন করল কোন দেশ ?
[A] ইউক্রেন
[B] চীন
[C] ইরান
[D] ইজরায়েল
Answer – ইজরায়েল
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন সালে চন্দ্রযান- ৪ মিশন লঞ্চ করবে ভারত ?
[A] ২০৩৫
[B] ২০৩০
[C] ২০৪০
[D] ২০৩৩
Answer – ২০৪০ সালে
১২) প্রথম বহুজাগতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হিসেবে ভারত থেকে বৈদ্যুতিক যানবাহন রপ্তানি করবে কে ?
[A] Citroen
[B] Tesla
[C] Uber
[D] Ola
Answer – Citroen
১৩) আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কবে ?
[A] ১৫ই এপ্রিল
[B] ১৪ই এপ্রিল
[C] ১৭ই এপ্রিল
[D] ১৬ই এপ্রিল
Answer – ১৪ই এপ্রিল
১৪) Angara-A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ ?
[A] ভারত
[B] দক্ষিণ কোরিয়া
[C] রাশিয়া
[D] জাপান
Answer – রাশিয়া
১৫) University Grants Commission (UGC)- এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] সচিদানন্দ মহান্তি
[B] অরবিন্দ কোঠারি
[C] তন্ময় পোদ্দার
[D] ময়ূখ বর্মন
Answer – সচিদানন্দ মহান্তি
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here