WB Gram Panchayat Exam Practice Set 77 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৭ (WB Gram Panchayat Exam Practice Set 77)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 77
১) Central Bureau of Investigation (CBI)- এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] অনুরাগ কুমার
[B] সৌরভ ভগত
[C] তরুণ কুমার
[D] বিনয় সিং
Answer – অনুরাগ কুমার
২) ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে ?
[A] আর. এন. রবি
[B] অয়ন ভট্ট
[C] বিশাল শর্মা
[D] গোপিচাঁদ থোটাকুড়া
Answer – গোপিচাঁদ থোটাকুরা
৩) প্যারিস অলিম্পিকের Chef De Mission পদ থেকে পদত্যাগ করলেন কে ?
[A] সাক্ষী মালিক
[B] মীরাবাঈ চানু
[C] মেরি কম
[D] কেউই নন
Answer – মেরি কম
৪) ২০২৩ সালের Digital Services Exports তালিকায় ভারতের কত ?
[A] চতুর্থ
[B] প্রথম
[C] তৃতীয়
[D] দ্বিতীয়
Answer – চতুর্থ
৫) কোথায় বিশ্বের বৃহত্তম Renewable Energy Park তৈরি করল Adani Group ?
[A] কেরালা
[B] গুজরাট
[C] রাজস্থান
[D] মধ্যপ্রদেশ
Answer – গুজরাট
WB Gram Panchayat Exam Practice Set 77
৬) কোন দেশের সাথে ‘Dustlik’ নামে যৌথ মিলিটারি অনুশীলনের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত করবে উজবেকিস্তান ?
[A] ভারত
[B] শ্রীলংকা
[C] বাংলাদেশ
[D] পাকিস্তান
Answer – ভারত
৭) National Housing Bank (NHB)- এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে ?
[A] মোহিত কামাল
[B] বিপিন ভদ্র
[C] উমেশ রায়
[D] সঞ্জয় শুক্লা
Answer – সঞ্জয় শুক্লা
৮) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন Bjarni Benediktsson?
[A] আইসল্যান্ড
[B] আয়ারল্যান্ড
[C] নিউজিল্যান্ড
[D] নেদারল্যান্ডস
Answer – আইসল্যান্ড
৯) American President’s Volunteer Award 2024 পেলেন কে ?
[A] সদ্গুরু
[B] লোকেশ মুনি
[C] দালাই লামা
[D] গৌর গোপাল দাস
Answer – লোকেশ মুনি
১০) উত্তর প্রদেশের প্রথম Glass Skywalk Bridge তৈরি করা হলো কোথায় ?
[A] বারাণসী
[B] অযোধ্যা
[C] চিত্রকূট
[D] লখনৌ
Answer – চিত্রকূট
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) ভোপালে National Judicial Academy- এর হেড পদে নিযুক্ত হলেন কোন বিচারপতি ?
[A] এস. বোপান্না
[B] হিমা কোহলি
[C] অনিরুদ্ধ বোস
[D] কেউই নন
Answer – অনিরুদ্ধ বোস
১২) ১২ ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করলেন কোন রাজ্যের সুমিত সিং ?
[A] হরিয়ানা
[B] পাঞ্জাব
[C] রাজস্থান
[D] ওড়িশা
Answer – ওড়িশা
১৩) “The Law and Spirituality: Reconnecting the Bond” শিরোনামে বই লিখলেন কে ?
[A] সীমা সিং
[B] প্রফেসর রমন মিত্তাল
[C] কেউই নন
[D] উভয়ই
Answer – উভয়ই
১৪) Swami Vivekananda U20 National Football Championship শুরু হলো কোথায় ?
[A] ছত্রিশগড়
[B] বিহার
[C] নাগাল্যান্ড
[D] মধ্য প্রদেশ
Answer – ছত্রিশগড়
১৫) Asian Wrestling Championship 2024 অনুষ্ঠিত হলো কোথায় ?
[A] কাজাখস্তান
[B] কিরগিস্তান
[C] তুর্কমেনিস্তান
[D] আফগানিস্তানAnswer – কিরগিস্তান
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here