WB Gram Panchayat Exam Practice Set 78 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৮, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 78 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭৮ (WB Gram Panchayat Exam Practice Set 78)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 78

১) কোন দেশকে ৩৫ টি অ্যাম্বুলেন্স ও ৬৬ টি স্কুল বাস দান করল ভারত ?

[A] নেপাল

[B] বাংলাদেশ

[C] মায়ানমার

[D] ভুটান

Answer – নেপাল

২) ২০২৫ অর্থবছরে কত মিলিয়নটন কয়লা উৎপাদন করার টার্গেট করল কেন্দ্র ?

[A] ১৫০

[B] ১০০

[C] ২০০

[D] ১৭০

Answer – ১৭০ মিলিয়নটন

৩) “Knife” শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক ?

[A] শশী থারুর

[B] সলমন রুশদি

[C] চেতন ভগৎ

[D] অরুণ কৃষ্ণ

Answer – সলমন রুশদি

৪) হারিয়ে যাওয়া পোষ্য কে খুঁজে পাওয়ার জন্য ‘Swiggy Pawlice’ ইনিসিয়েটিভ লঞ্চ করল কে ?

[A] Swiggy

[B] Zomato

[C] Ola

[D] Uber

Answer – Swiggy

৫) ‘Kush’ নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করল কোন দেশ ?

[A] পানামা

[B] ঘানা

[C] সিয়েরা লিওন

[D] তানজানিয়া

Answer – সিয়েরা লিওন

WB Gram Panchayat Exam Practice Set 78

৬) Newsweek- এর কভার পেজে ফিচার হলেন কোন প্রধানমন্ত্রী ?

[A] নরেন্দ্র মোদি

[B] জো বাইডেন

[C] শেখ হাসিনা

[D] ভ্লাদিমির পুতিন

Answer – নরেন্দ্র মোদি

৭) জাপান এবং ফিলিপিনস এর সাথে প্রথম  Trilateral Summit হোস্ট করলো কোন দেশ ?

[A] ব্রিটেন

[B] আমেরিকা

[C] ইন্দোনেশিয়া

[D] সিঙ্গাপুর

Answer – আমেরিকা

৮) ডাক দপ্তরে সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?

[A] প্রীতম সিং

[B] জগণ মোহন

[C] বন্দিতা কৌল

[D] অয়ন সর্দার

Answer – বন্দিতা কৌন

৯) সম্প্রতি প্রয়াত Jack Clarke কোন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন ?

[A] নিউজিল্যান্ড

[B] ইংল্যান্ড

[C] সাউথ আফ্রিকা

[D] অস্ট্রেলিয়া

Answer – অস্ট্রেলিয়া

১০) প্রথমবার ISL League Shield 2023-24 জিতল কোন ফুটবল ক্লাব ?

[A] মোহামেডান

[B] ইস্টবেঙ্গল

[C] মোহনবাগান

[D] কেউই নয়

Answer – মোহনবাগান

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন Kristalina Georgieva ?

[A] UNO

[B] WHO

[C] Word Bank

[D] IMF

Answer – International Monetary Fund (IMF)

১২) টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ টি ছক্কা মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে ?

[A] বিরাট কোহলি

[B] সূর্য কুমার যাদব

[C] রোহিত শর্মা

[D] কেউই নন

Answer – রোহিত শর্মা

১৩) সম্প্রতি প্রয়াত Derek Underwood কোন দেশের ক্রিকেটার ছিলেন ?

[A] অস্ট্রেলিয়া

[B] সাউথ আফ্রিকা

[C] ইংল্যান্ড

[D] নিউজিল্যান্ড

Answer – ইংল্যান্ড

১৪) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Sheikh Abdullah al- Ahmad al-Sabah ?

[A] কুয়েত

[B] ওমান

[C] ইরান

[D] বুলগেরিয়া

Answer – কুয়েত

১৫) Global Forest Watch- এর রিপোর্ট অনুযায়ী, ২০০০ সাল থেকে ভারত মোট কত মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়েছে ?

[A] ৩

[B] ২.৩৩

[C] ১.৫০

[D] ১.৭৩

Answer – ২.৩৩ মিলিয়ন হেক্টর

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here