WB Gram Panchayat Exam Practice Set 80 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 80 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮০ (WB Gram Panchayat Exam Practice Set 80)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 80

১) বিশ্ব যকৃত দিবস পালন করা হয় কবে ?

[A] ২০ শে এপ্রিল

[B] ১৯ এপ্রিল

[C] ২২ শে এপ্রিল

[D] ২১ শে এপ্রিল

Answer – ১৯ এপ্রিল

২) কেন্দ্রের Green Credit Programme (GCP)- এর বাস্তবায়নের শীর্ষস্থানে রয়েছে কে ?

[A] গুজরাট

[B] মধ্যপ্রদেশ

[C] মহারাষ্ট্র

[D] উত্তর প্রদেশ

Answer – মধ্যপ্রদেশ

৩)  TIME’s 100 Most Influential People of 2024 তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী ?

[A] দীপিকা পাডুকোন

[B] প্রিয়াঙ্কা চোপড়া

[C] আলিয়া ভাট

[D] কৃতি স্যানন

Answer – আলিয়া ভাট

৪) ‘India — The Road To Renaissance: A Vision and Agenda’ শিরোনামে বই লিখলেন কে ?

[A] ভিমেশ্বরা চাল

[B] চেতন ভগৎ

[C] আর. মুন্ড

[D] জয়ন্ত প্রধান

Answer – ভিমেশ্বরা চাল

৫) 2024 Wisden Leading Cricketers in the World হলেন কে ?

[A] Nat Sciver Brunt

[B] pat Cummins

[C] কেউই নন

[D] উভয়ই

Answer – উভয়ই

WB Gram Panchayat Exam Practice Set 80

৬) কোন সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করলো ভারত ?

[A] ২০২৭

[B] ২০৩০

[C] ২০৪০

[D] ২০৩৫

Answer – ২০৩০

৭) International Humanitarian Conference  হোস্ট করলো কোন দেশ ?

[A] ফ্রান্স

[B] জার্মানি

[C] সুদান

[D] ব্রাজিল

Answer – ফ্রান্স

৮) কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ব্রহ্মকুমার ?

[A] কেনিয়া

[B] জ্যামাইকা

[C] দক্ষিণ কোরিয়া

[D] জিম্বাবোয়ে

Answer – জিম্বাবোয়ে

৯) ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করল কোন কোম্পানি ?

[A] Eicher

[B] Bye

[C] Sany India

[D] Ashok Leyland

Answer – Sany India

১০) নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] সঞ্জয় সিং

[B] বিকাশ জৈন

[C] দিনেশ কুমার ত্রিপাঠী

[D] কেউই নন

Answer – দিনেশ কুমার ত্রিপাঠী

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোথাকার তিরঙ্গা বরফি GI Tag পেল ?

[A] বারাণসী

[B] লখনৌ

[C] হরিদ্বার

[D] রায়পুর

Answer – বারাণসী

১২) কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন অজিত কুমার কে.কে. ?

[A] Dhanlaxmi Bank

[B] HDFC Bank

[C] Axis Bank

[D] কোনোটিই নয়

Answer – Dhanlaxmi Bank

১৩) Mathematical Olympiad 2024- এ ভারতীয় টিম কয়টি মেডেল জিতলো ?

[A] ৭ টি

[B] ৪ টি

[C] ৩ টি

[D] ৫ টি

Answer – ৪ টি

১৪) Malcolm Adiseshiah Award 2023 পাচ্ছেন কোন অর্থনীতিবিদ ?

[A] অভিজিৎ ব্যানার্জি

[B] উৎসা পটনায়েক

[C] অমর্ত্য সেন

[D] কেউই নন

Answer – উৎসা পটনায়েক

১৫)Asian Wrestling Championship 2024-  এ ভারত কয়টি মেডেল জিতেছে ?

[A] ১৪ টি

[B] ১০ টি

[C] ৯ টি

[D] ৬ টি

Answer – ৯ টি

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here