WB Gram Panchayat Exam Practice Set 83 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৩ (WB Gram Panchayat Exam Practice Set 83)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 83
১) হবে কোন দেশের তৈরি “কৃত্রিম সূর্য”৪৮ সেকেন্ডে ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্পর্শ করল ?
[A] চীন
[B] আমেরিকা
[C] দক্ষিণ কোরিয়া
[D] তাইওয়ান
Answer – দক্ষিণ কোরিয়া
২) কোন রাজ্যের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে DRDO ?
[A] আসাম
[B] পশ্চিমবঙ্গ
[C] ত্রিপুরা
[D] ওড়িশা
Answer – পশ্চিমবঙ্গ
৩) ৫২০০ বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] রাজস্থান
[D] গুজরাট
Answer – গুজরাট
৪) CCI Billiards Classic Title জিতলেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড় ?
[A] অভয় কাপুর
[B] শ্রেয়ানস সিনহা
[C] পঙ্কজ আদভানি
[D] কেউই নন
Answer – পঙ্কজ আদভানি
৫) মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করল কোন সরকার ?
[A] বিহার
[B] উত্তর প্রদেশ
[C] উত্তরাখন্ড
[D] দিল্লি
Answer – দিল্লি
WB Gram Panchayat Exam Practice Set 83
৬) Wipro কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] মিজানুর ইসলাম
[B] থেরি ডেলাপর্তে
[C] এম. কে. বর্মন
[D] শ্রীনিবাস পল্লিয়া
Answer – শ্রীনিবাস পল্লিয়া
৭) Special Protection Group (SPG)- এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?
[A] প্রেম কুমার
[B] লাভ কুমার
[C] অরবিন্দ জৈন
[D] ময়ূখ রিসাদ
Answer – লাভ কুমার
৮) ‘The Idea of Democracy’ শিরোনামে বই লিখলেন কে ?
[A] সলমন রুশদি
[B] স্যাম পিত্রোদা
[C] অর্জুন বানসাল
[D] চেতন ভগৎ
Answer – স্যাম পিত্রোদা
৯) TCS World 10K Bengaluru 2024- এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের শট পুটার Valerie Adams ?
[A] মাদাগাস্কার
[B] ব্রাজিল
[C] ইউক্রেন
[D] নিউজিল্যান্ড
Answer – নিউজিল্যান্ড
১০) কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা GI Tag পেল ?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] মহারাষ্ট্র
[D] ছত্রিশগড়
Answer – মহারাষ্ট্র
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Peter Pellegrini ?
[A] স্লোভাকিয়া
[B] ভিয়েতনাম
[C] লেবানন
[D] মেক্সিকো
Answer – স্লোভাকিয়া
১২) 15th CIDC Vishwakarma Award 2024 জিতল কোন কোম্পানি ?
[A] Reliance
[B] SJVN Ltd
[C] Infosys
[D] Tata
Answer – SJVN Ltd
১৩) কোন সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন ১ লক্ষ মেগা ওয়াটে বৃদ্ধি করবে ?
[A] ২০৩৫
[B] ২০৫০
[C] ২০৪৭
[D] ২০৪০
Answer – ২০৪৭
১৪) EIU’s Report অনুযায়ী, ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গা তকমা পেল কোন দেশ ?
[A] ভারত
[B] সিঙ্গাপুর
[C] জাপান
[D] আমেরিকা
Answer – সিঙ্গাপুর
১৫) World Anti- Doping Agency (WADA)- এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে সব থেকে বেশি ডোপিং করার ঘটনা ঘটেছে কোন দেশে ?
[A] নিউজিল্যান্ড
[B] ভারত
[C] ডেনমার্ক
[D] অস্ট্রেলিয়া
Answer – ভারত
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here