WB Gram Panchayat Exam Practice Set 84 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৪ (WB Gram Panchayat Exam Practice Set 84)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 84
১) ‘Booth Raabta’ ওয়েবসাইট লঞ্চ করল কোন রাজ্য ?
[A] হরিয়ানা
[B] পাঞ্জাব
[C] রাজস্থান
[D] গুজরাট
Answer – পাঞ্জাব
২) Japanese Grand Prix জিতলেন কোন রেসিং কার ড্রাইভার
[A] Carlos Sainz
[B] Sergio Parez
[C] Lando Norris
[D] Max Verstappen
Answer – Max Verstappen
৩) American Surgical Association (ASA)- এর তরফ থেকে ফেলোশিপ পেলেন কে ?
[A] আর. শ্রীবাস্তব
[B] ডা. রঘু রাম
[C] সুমিত গোয়েল
[D] নিলয় খান
Answer – ডা. রঘু রাম
৪) কোথায় ‘পরিবর্তন চিন্তন’ নামে প্রথম ত্রি- সেবা সম্মেলন অনুষ্ঠিত করল প্রতিরক্ষা মন্ত্রক ?
[A] বেঙ্গালুরু
[B] মুম্বাই
[C] নিউ দিল্লি
[D] বিশাখাপত্তনম
Answer – নিউ দিল্লি
৫) “সাগর কবজ” নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায় ?
[A] মুম্বাই
[B] চেন্নাই
[C] গোয়া
[D] লাক্ষাদ্বীপ
Answer – লাক্ষাদ্বীপ
WB Gram Panchayat Exam Practice Set 84
৬) Digi Yatra সিস্টেম লঞ্চ করল কোথাকার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ?
[A] গোয়া
[B] উত্তর প্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] দিল্লি
Answer – গোয়া
৭) ভারতের প্রথম কোম্পানি হিসেবে ১০,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কে ?
[A] Tata Power
[B] Adani Green
[C] JSW Energy
[D] কোনোটিই নয়
Answer – Adani Green
৮) ‘Voice Engine’ নামে ভয়েস ক্লোনিং টুল লঞ্চ করল কোন কোম্পানি ?
[A] Google
[B] Meta
[C] OpenAI
[D] Microsoft
Answer – OpenAI
৯) I- League 2023-24 শিরোপা জিতল কোন ফুটবল ক্লাব ?
[A] মহামেডান স্পোর্টিং ক্লাব
[B] মোহনবাগান
[C] ইস্টবেঙ্গল
[D] কোনোটিই নয়
Answer – মহামেডান স্পোর্টিং ক্লাব
১০) 9th NEZ International Film Festival- এ গোল্ডেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড পেলেন কে ?
[A] সৃজিত মুখার্জি
[B] কৌশিক গাঙ্গুলী
[C] গৌতম ঘোষ
[D] অনিক দত্ত
Answer গৌতম ঘোষ
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে ?
[A] ১১ই এপ্রিল
[B] ১০ই এপ্রিল
[C] ১৩ এপ্রিল
[D] ১২ই এপ্রিল
Answer – ১০ই এপ্রিল
১২) বিশ্বের নতুন প্রবীণতম ব্যক্তির টক মার পেলেন কোন দেশের ১১১ বছর বয়সের John Alfred Tinniswood ?
[A] চীন
[B] জাপান
[C] কানাডা
[D] ইংল্যান্ড
Answer – ইংল্যান্ড
১৩) ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক দেশ হল কে ?
[A] থাইল্যান্ড
[B] আমেরিকা
[C] চীন
[D] দক্ষিণ কোরিয়া
Answer – চীন
১৪) নতুন অর্থ কমিশনের মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] মনোজ পান্ডা
[B] অজিত তিওয়ারি
[C] বরুণ সামন্ত
[D] মিঠু মান্না
Answer – মনোজ পান্ডা
১৫) মাউন্ট এভারেস্টের এর ওপরে থাকা আবর্জনা ও মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন দেশের আর্মি ?
[A] ভুটান
[B] নেপাল
[C] ভারত
[D] মায়ানমার
Answer – নেপাল
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here