WB Gram Panchayat Exam Practice Set 86 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৬, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 86 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৬ (WB Gram Panchayat Exam Practice Set 86)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 86

১) My Country My Life এটি কার আত্মজীবনী?

[A] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

[B] গ্ৰেম প্লোক

[C] উইনস্টন চার্চিল

[D] এল কে আডবানি

Answer – এল কে আডবানি।

২) কোষ প্রাচীর নিম্নে যে কোষে অনুপস্থিত?

[A] ছত্রাক

[B] উদ্ভিদ

[C] মানুষ

[D] ব্যাকটেরিয়া

Answer – মানুষ।

৩) কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন?

[A] চন্দ্রগুপ্ত মৌর্য

[B] বিন্দুসার

[C] স্কন্দগুপ্ত

[D] হর্ষবর্ধন

Answer – স্কন্দগুপ্ত।

৪) পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি?

[A] বাঁকুড়া

[B] বীরভূম

[C] নদীয়া

[D] পুরুলিয়া

Answer – বীরভূম।

৫) কে সর্ব প্রথম এবং সবশেষে দিল্লি সুলতানের মহিলা শাসক ছিলেন?

[A] নুরজাহান

[B] রাজিয়া সুলতানা

[C] রানী দুগ দিবি

[D] সুলতানা চাঁদ বিবি।

Answer – রাজিয়া সুলতানা।

WB Gram Panchayat Exam Practice Set 86

৬) উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ কোনটি ?

[A] সম্বর হ্রদ

[B] উলার হ্রদ

[C] লোকটাক হ্রদ

[D] লোনার হ্রদ

Answer – লোনার হ্রদ।

৭) ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি?

[A] তেহেরি

[B] হিরাকুদ

[C] কালনাই

[D] নাগার্জুন সাগর বাঁধ

Answer – কালনাই।

8) উত্তরপ্রদেশে নিচের কোন ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত

[A] কানহা

[A] বাল্মিকী

[A] দুধওয়া

[A] পেরিয়ার

Answer – দুধওয়া।

৯) ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র অনুভব করা যায় ?

[A] পশ্চিমবঙ্গ

[B] মেঘালয়

[C] রাজস্থান

[D] কেরালা

Answer – মেঘালয়।

১০) ত্রিবেনী ক্যানেল কোন নদীর উপর অবস্থিত?

[A] গন্ডক

[B] ময়ূরাক্ষী

[C] শতদ্রু

[D] দামোদর

Answer – গন্ডক।

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের হ্রদটির নাম কি?

[A] পুলিকট

[B] কোলেরু

[C] লোকটাক

[D] চিল্কা

Answer – কোলেরু।

১২) আলমগীর কোন মোগল সম্রাটের উপাধি?

[A] বাবর

[B] ঔরঙ্গজেব

[C] আকবর

[D] শাহজাহান

Answer – ঔরঙ্গজেব।

১৩) প্রানীদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি?

[A] স্নায়ু কোষ

[B] পেশি কোষ

[C] লিভার সেল

[D] রক্ত কোষ

Answer – স্নায়ু কোষ।

১৪) পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

[A] সংগীত

[B] সাংবাদিকতা

[C] গণিত

[D] পরিবেশ

Answer – সাংবাদিকতা।

১৫) প্রানীদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি?

[A] রক্ত কোষ

[B] পেশি কোষ

[C] স্নায়ু কোষ

[D] লিভার সেল

Answer – স্নায়ু কোষ।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here