WB Gram Panchayat Syllabus 2024 – গ্রাম পঞ্চায়েত দফতারে প্রচুর শূন্যপদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর নিয়ে এসেছিল এই পঞ্চায়েত দপ্তরে চাকরির সুযোগ। প্রায় ৬,৬৫২ টি শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পরীক্ষায় বসার আগে প্রতিটি চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
নতুন চাকরির খবর – উচ্চমাধ্যমিক পাশে LDC ও DEO পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৩৭১২টি
তাই পরীক্ষা প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই পরীক্ষার সিলেবাস সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে রাখা প্রয়োজন। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য পরীক্ষার সিলেবাস সংক্রান্ত জেনেই পরীক্ষা প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আজকের এই প্রতিবেদনে উল্লেখিত হতে চলেছে পরীক্ষার সিলেবাস ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। তাই ইচ্ছুক আবেদনকারীদের সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি ভালোভাবে অধ্যায়ন করতে হবে।
আবেদন করার জন্য পদের নাম (WB Gram Panchayat Syllabus 2024)
গ্রাম পঞ্চায়েত,গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ডাটা এন্ট্রি অপারেটর, পিওন , গ্রুপ ডি,লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট,জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ব্লক ইনফরমেশন অফিসার,অ্যাকাউন্টস ক্লার্ক,অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ইত্যাদি পদে নিয়োগ।
পরীক্ষার সিলেবাস
এই পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের সিলেবাস জেনে রাখা প্রয়োজন।
Syllabus -1
১) ইংলিশ – ১০ নম্বর
২) বাংলা – ১৩ নম্বর
৩) সাধারণ জ্ঞান – ১০ নম্বর
৪) পাটিগণিত – ১০ নম্বর
৫) লিখিত পরীক্ষা – ৪৩ নম্বর
৬) ইন্টারভিউ – ৭ নম্বর
মোট – ৫০ নম্বর
Syllabus -2
১) ইংলিশ – ২৫ নম্বর
২) বাংলা – ২৫ নম্বর
৩) পাটিগণিত – ২৫ নম্বর
৪) সাধারণ জ্ঞান – ১০ নম্বর
৫) লিখিত পরীক্ষা – ৮৫ নম্বর
৬) ইন্টারভির – ১৫ নম্বর
মোট – ১০০ নম্বর – সিলেবাস সংক্রান্ত আরো খুঁটিনাটি তথ্য বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটি ফলো করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (WB Gram Panchayat Syllabus 2024)
এই পদগুলিতে আবেদনেরকারীদের নিযুক্ত করার আগে নির্দিষ্ট পদ্ধতিতে যাচাই করা হবে। উপযুক্ত প্রার্থীদের যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। এই দপ্তরে কিছু পদের ক্ষেত্রে আবেদনকারীদের ৪৩ নাম্বারের পরীক্ষা ও ৭ নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে।
এছাড়া কিছু পদের ক্ষেত্রে আবেদনকারীদের ৮৫ নাম্বারের লিখিত পরীক্ষা ও ১৫ নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষায় Mcq টাইপের প্রশ্ন থাকবে। প্রার্থীদের যাচাই করার জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
লিখিত (WB Gram Panchayat Syllabus 2024) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউর জন্য প্রযোজ্য হবে। সর্বশেষ ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের এই পদগুলিতে নিযুক্ত করা হবে। এই মাধ্যমগুলির সাহায্যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এই পদগুলিতে নিযুক্ত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Online | Click Here |
পরীক্ষা পাশ করতে চান? গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সামস্ত প্র্যাক্টিস সেট দেখুন