WB Gram Panchayat Vacancy District Wise – গ্রাম পঞ্চায়েত দপ্তরে জেলা ভিত্তিক শূন্যপদ, আসুন জেনে নিই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Vacancy District Wiseরাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। লোকসভা ভোটের আগেই রাজ্যের চাকরি প্রার্থীর জন্য একটি খুশির খবরের বার্তা ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে।

রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৬,৬৫২ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে আজকের এই প্রতিবেদন আলোচিত হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা। যেসকল ইচ্ছুক চাকরিপ্রার্থীরা পঞ্চায়েত দপ্তরের এই পদগুলিতে আবেদনে আগ্রহী তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।

নতুন চাকরির খবর – যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরের এই পদগুলিতে রাজ্যের যেকোন জেলা থেকে ছেলে ও মেয়ে সকলে আবেদন জানাতে পারবে। তাই বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে অধ্যায়ন করতে হবে।

(WB Gram Panchayat Vacancy District Wise)

গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভিন্নপদে মোট ৬,৬৫২ টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দপ্তরে প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত,গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ডাটা এন্ট্রি অপারেটর, পিওন , গ্রুপ ডি,লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ব্লক ইনফরমেশন অফিসার,অ্যাকাউন্টস ক্লার্ক,অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

রাজ্যের যেকোন জেলা থেকে ইচ্ছুক আবেদন কারীদের নির্দিষ্ট শিক্ষাগত (WB Gram Panchayat Vacancy District Wise) যোগ্যতা থেকে থাকলে এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোন বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতা থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।

পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে নিজের জেলার জন্য কয়টি শূন্যপদ রয়েছে তা সকল প্রার্থীদের জানা প্রয়োজন। এসব বিস্তারিত তথ্য জেনেই আবেদনকারীদের এই পদগুলিতে আবেদন জানাতে হবে। এই পদগুলিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে।

জেলাভিত্তিক শূন্যপদের তালিকা

গ্রাম পঞ্চায়েত দফতরের উপরিক্ত ৬,৬৫২ টি শূন্যপদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদ হলো।

বাঁকুড়া৬৬০ টি
দক্ষিণ চব্বিশ পরগনা৫১৬ টি
পূর্ব বর্ধমান৩১৮ টি
দার্জিলিং৬৫ টি
পশ্চিম মেদিনীপুর৫৬০ টি
হুগলি৬০৬ টি
পশ্চিম বর্ধমান১২৩ টি
মুর্শিদাবাদ১৭৮ টি
মালদা১৩৮ টি
কালিম্পং১৬৯টি
উত্তর ২৪ পরগনা৫৬৬ টি
দক্ষিণ দিনাজপুর১৮৪ টি
বীরভূম১৪৭ টি
আলিপুরদুয়ার১৮১ টি
নদিয়া১৪৪ টি
পূর্ব মেদিনীপুর৩২৯ টি
উত্তর দিনাজপুর১০০ টি
পুরুলিয়া৪০৫ টি
ঝাড়গ্রাম২২৫টি
কুচবিহার২০০ টি
জলপাইগুড়ি১৪৬ টি
দার্জিলিং৩৬৬ টি
হাওড়া৪৪২ টি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

উপরিক্ত এই পদগুলিতে আবেদনকারীরা অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আবেদন কারীদের এই পদগুলিতে নিযুক্ত করার আগে পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যাচাই করা হবে। নির্দিষ্ট মাধ্যমগুলির সাহায্যে উপযুক্ত প্রার্থীদের এখানে নিয়োগ করা। এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অবশ্যই নিচের প্রতিবেদনটি ডাউনলোড করে জেনে নিন।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here