স্বাস্থ্য বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি,শুধু ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দঃ ২৪ পরগণার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই কোনো লিখিত পরীক্ষা, শুধু ইন্টারভিউ

দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি। এই উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। তবে এই নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক।

এই বিজ্ঞপ্তিটি  প্রকাশিত হয়েছে গত ২৯শে ডিসেম্বর, ২০২২,বৃহস্পতিবার। এর Memo Number হল DHGMC/2022/1676. উল্লেখ্য, রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে এখানে। তবে আবেদন প্রক্রিয়া অনলাইন/অফলাইন কোনোটাই নয়। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ হবে।

হলদিয়া পেট্রোকেমিক্যালে একাধিক কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ।

এর জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্রসহ  বায়োডাটা নিয়ে আগামী ৬ই জানুয়ারি, শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে দঃ ২৪ পরগণার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকতে হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

১) প্রথম পদটি হল মলিকিউলার বায়োলজিস্ট(MOLECULAR BIOLOGIST).
এক্ষেত্রে বয়সসীমা হল ২১ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত। মাসিক বেতন রয়েছে ৪০ হাজার টাকা। এই পদের জন্য কেবল ২টি স্থান খালি রয়েছে।আবেদনের জন্য বায়োলজি/ বায়োকেমিস্ট / মাইক্রো বায়োলজি / বায়োটেকনোলোজি – বিষয়গুলির যেকোনো একটিতে Post Graduate ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি উক্ত বিষয়ে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতায় শুরু হল MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি।

২) দ্বিতীয় পদটি হল Data Entry Operator-এর জন্য।
এখানে বয়সসীমা হল ২১বছর থেকে ৪০বছর পর্যন্ত। মাসিক বেতন থাকবে ১৩হাজার টাকা। এই পদের জন্য কেবল ১টি শুন্যপদ রয়েছে। এক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা তার সমতুল্য। এছাড়া Basic Computer Knowledge ও কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

উভয় পদে‌ নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা পরীক্ষা করা হবে। এছাড়া ইন্টারভিউ থাকবে। এর ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
এক্ষেত্রে উল্লেখ্য যে, চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীদেরই কেবল পরবর্তীকালে নিয়োগ করা হবে।ডকুমেন্টস হিসাবে লাগবে।.

১লা জানুয়ারি থেকে MNREGA-র ১০০দিনের কাজে জারি হল‌ নয়া নির্দেশিকা।

১) Recent Passport Size photo.
২) C.V.
৩) Residential Proof.
৪) Age Proof.
৫) Religion Certificate.

৬) Experience Proof.
৭) Aadhar Card.
8) Educational Qualification Proof.
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

Leave a Comment