WB ICDS Anganwadi Admit Card Download – আপনারা প্রত্যেকেই জানেন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই সমস্ত রাজ্যজুড়ে ICDS অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করতে চলেছে। আর সেই মত রাজ্য সরকার বিভিন্ন জেলায় ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছে।
রাজ্যে আবারো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি, মাধ্যমিক পাস যোগ্যতা।
বেশ কিছুদিন আগে যেমন রাজ্যের জলপাইগুড়ি থেকে শুরু করে অন্যান্য আরো যে সমস্ত জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ঠিক তেমনি হুগলি জেলায় ICDS অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। ঠিক সেইমতো হুগলি জেলার সমস্ত ICDS অর্থাৎ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করে অপেক্ষা করছিলেন যে কবে পরীক্ষা হবে বা কবে এডমিট কার্ড বের হবে তাদের জন্য খুশির খবর।
(WB ICDS Anganwadi Admit Card Download)
হুগলি জেলার DM অফিসের থেকে ICDS অঙ্গনারী কর্মী ও হেলপার পদে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডের লিংক প্রকাশ করেছে। যারা এখনো এই বিষয়ে জানেন না অতি অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারেন। এছাড়া নিচে বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক আছে সেখানে গিয়েও ডাউনলোড করে দেখে নিতে পারেন।
কিভাবে ডাউনলোড করতে হবে এডমিট কার্ড?
সর্বপ্রথম আপনাকে এডমিট কার্ড ডাউনলোডের যে লিংক নিচে দেওয়া আছে সেখানে সরাসরি ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, নিজের নাম ও কোন পোষ্টের জন্য আবেদন করেছিলেন সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর Search Button ক্লিক করে নিজের এডমিট কার্ডটি কম্পিউটারে বা ফোনে ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিজের কাছে যত্ন সহকারে রেখে দিন।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
📄 More Details | Download Now |
Notice Link | Download |
Admit Card Download | Click Here |
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে বন দপ্তরের চাকরি, ৫৯৩৪ শূন্যপদে আবেদন করুন