WB Income tax Department Recruitment – রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Ministry of Finance, Department of Revenue |
পদের নাম | Young Professional |
মোট শূন্যপদ | ০৪ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ১০-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, অনলাইনে আবেদন জানান
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ইয়াং প্রফেশনাল।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ০৪ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) সংস্থার বিজ্ঞপ্তি (WB Income tax Department Recruitment) অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর মধ্যে হতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ৪০,০০০/- টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Income tax Department Recruitment)
যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই সেই প্রার্থীদের আইনের স্নাতক বা স্নাতকোত্তর এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা ট্যাক্সেশনে তাদের আর্টিকেল শিপ সম্পূর্ণ করেছেন ও যারা গবেষণার কাজ প্রকল্পে নিযুক্ত আছেন সেই সব প্রার্থীরাও আবেদন করলে আগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের কমপক্ষে প্রাপ্ত হওয়া উচিত 3 বছরের এলএলবি বা 5 বছরে 50% নম্বর ইন্টিগ্রেটেড এলএলবি ডিগ্রি প্রোগ্রাম বা পোস্ট স্নাতক ডিগ্রী প্রোগ্রাম বা একটি যোগ্যতাসম্পন্ন চার্টার্ড হিসাবরক্ষক। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
Incometaxindia.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (WB Income tax Department Recruitment)
এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথমটি হল লিখিত পরীক্ষা ও দ্বিতীয় টি হল পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে।
কি ভাবে (WB Income tax Department Recruitment) আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য (WB Income tax Department Recruitment) প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৮.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১০-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
FAQ: WB Income tax Department Recruitment – পশ্চিমবঙ্গের আয়কর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি।
Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ?
Ans – বিজ্ঞপ্তি ফলো করুন।
Q – কতজনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ০৪ টি জনকে নিয়োগ করা হবে।
Q – আবেদন করার জন্য বয়সসীমা কত লাগছে?
Ans – সর্বোচ্চ ৩৫ বছর।
Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ২৩.০৮.২০২৩ তারিখ থেকে।
Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ১০-০৯-২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন