WB Land Reforms Dept Job 2023 – রাজ্যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র রাজ্য সরকারের রিটায়ার্ড কর্মীরা।ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা চাকরি প্রার্থী এখানে আবেদনযোগ্য। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | DM Office Dakshin Dinajpur, Balurghat |
পদের নাম | Amin |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউ তারিখ | ০৬-১০-২০২৩ |
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ দপ্তরে নিয়োগ, বিনামূল্যে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (WB Land Reforms Dept Job 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Amin।
২) এখানে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়ার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
বয়স সীমা ও বেতন (WB Land Reforms Dept Job 2023)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য এখানে সেই সংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়ার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
২) যদি আপনার এখানে (WB Road Department Job 2023) আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১০,০০০/- টাকা করে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Land Reforms Dept Job 2023)
এখানে শিক্ষাগত যোগ্যতা জানার জন্য অনেক গুলি তথ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি তে উল্লেখ (WB Road Department Job 2023) করা আছে সেটা দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
ddinajpur.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (WB Road Department Job 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
নতুন চাকরির খবর – রাজ্যে গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন শুরু ৩২,১০০/- টাকা থেকে
নিয়োগ প্রক্রিয়া (WB Land Reforms Dept Job 2023)
এখানে কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,(যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) ইত্যাদি আরো সমস্ত ডকুমেন্টেশন নিয়ে ইন্টারভিউ স্থানে যেতে হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইন কোন মাধ্যমে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের (WB Land Reforms Dept Job 2023) কেবলমাত্র নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সঙ্গে বিজ্ঞপ্তিতে যে ফর্মটি আছে সেই ফর্মটিকে হাতে-কলমে ফিলাপ করে ও যা যা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে ডকুমেন্টস গুলি সংযুক্ত করে নির্দিষ্ট স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১-০৯-২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ০৬-১০-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | ddinajpur.nic.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ, মোটা বেতনের চাকরি