WB Madhyamik Result Update – মাধ্যমিকের ফলাফল জানাতে আর খুব বেশি দেরি করবে না পর্ষদ। তবে এপ্রিলে যে মাধ্যমিকের রেজাল্ট আউট হবে না এ কথা এতদিনে সবাই জেনে গিয়েছেন। তাই মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে ছাত্র-ছাত্রীদের মনের মধ্যে।
লোকসভা নির্বাচন চলছে। তার মধ্যে মাধ্যমিকের ফলাফল কি বিলম্বিত হবে? উঠেছিল প্রশ্ন। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহের দিকেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result Update) প্রকাশের জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে পর্ষদ। সোমবার একথা জানান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তবে মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ জানাননি তিনি।
লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ্যে কোন সমস্যা হবে না বলেও স্পষ্ট করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিক ওদিক থেকে শোনা যাচ্ছিল, এপ্রিল মাসেই নাকি মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। কিন্তু তার কোন সম্ভবনা এখন নেই।
(WB Madhyamik Result Update)
বর্তমানে মাধ্যমিকের পরীক্ষার্থীরা তাদের ফলাফল কবে হাতে পাবে সেই জন্য হাপিত্যেশ করে বসে রয়েছে। এমনিতে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হয়। সে ক্ষেত্রে চলতি বছর ২রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।
তাই হিসেব করলে দেখা যাবে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যেনতেন প্রকারে মাধ্যমিকের ফলাফল জানাতে বাধ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত, ২০১৯ সালে ভোটগ্রহণ-পর্ব শেষ হওয়ার পরে এবং লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। তবে এবারে লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিকের ফলাফল প্রকাশে কোন বিলম্ব হবে না বলে জানিয়েছে পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকের পরীক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে যে, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলাফল হাতে পাবে তারা। এবার দেখার সত্যিই মে মাসে রেজাল্ট হাতে পায় কিনা মাধ্যমিক পরীক্ষার্থীরা। Written by Sunita Saha.