WB MTS JOB 2023 – রাজ্যে সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। West Bengal National University of Juridical Sciences এই তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোন জেলা থেকে এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।
মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এছাড়া আরও অন্যান্য বিষয়বস্তু জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | West Bengal National University of Juridical Sciences |
পদের নাম | MTS ও আরো অন্যান্য |
মোট শূন্যপদ | ৮ টি |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ১৫.০৯.২০২৩ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল- Administrative Officer, Purchase Officer, Assistant Manager, Multi-tasking staff।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৮ জনকে নিয়োগ করা হবে। তবে এখানে অনেকগুলি পদ আছে কিন্তু শুধুমাত্র MTS পদ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো এবং তা সম্বন্ধে সমস্ত তথ্য উল্লেখ করা হলো।
বয়স সীমা ও বেতন (WB MTS JOB 2023)
১) উল্লেখিত পোদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) যদি আপনারা এখানে (WB MTS JOB 2023) আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে যে বেতনটি হবে প্রতিমাসে Pay Level 1 -7th CPC অনুযায়ী আপনাদের বেতন ধার্য করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (WB MTS JOB 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই এখানে যে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে সাথে যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে অগ্রাধিকার পাওয়া যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.nujs.edu পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগ (WB MTS JOB 2023) করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের উপরে সঠিক ও যোগ্য প্রার্থীকে নেওয়া হবে।
আবেদনপত্র কোথায় পাঠাতে হবে?
The West Bengal National University Juridical Sciences, Dr Ambedkar Bhavan, 12 LB Block, Sector III, Salt Lake, Kolkata- 700106
আবেদন মুল্য কি আছে?
এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য (WB MTS JOB 2023) কত আছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে, যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন করতে (WB MTS JOB 2023) কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়াও অন্যান্য,
কি ভাবে (WB MTS JOB 2023) আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্কার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে ও আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে বুঝে তারপরেই নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩-০৮-২০২৩ |
আবেদন শুরু | ২৩-০৮-২০২৩ |
আবেদন শেষ | ১৫-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.nujs.edu |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন