নিয়োগ সংস্থা | Bhatpara Municipality |
পদের নাম | Staff Nurse, Medical Officer |
মোট শূন্যপদ | ০৯ টি |
আবেদন মাধ্যম | ইন্টারভিউ |
আবেদন শেষ | ২১ আগস্ট, ২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি
পদের নাম- Staff Nurse
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে (WB Municipality Recruitment 2023) আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত নার্সিং ট্রেনিং কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই GNM নার্সিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে তার সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে তবে এখানে আবেদন করতে পারবেন। তার সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা থাকতে হবে।
২) শূন্যপদ – ৩ টি শূন্য পদ রয়েছে।
৩) মাসিক বেতন – ইন্টারভিউ হলে (WB Municipality Recruitment 2023) ইন্টারভিউ পারফরমেন্স এর ওপরে ভিত্তি করে প্রতি মাসে বেতন কত হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে
পদের নাম- Medical Officer
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য (WB Municipality Recruitment 2023) অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে MBBS বা Post Graduate Doctors ডিগ্রী সম্পূর্ণ করা থাকলে অবশ্যই আপনারা এই পদে আবেদন করতে পারবেন।
২) শূন্যপদ – এখানে মোট ৬ টি শূন্যপদ রয়েছে।
৩) মাসিক বেতন – ইন্টারভিউ স্থানে ইন্টারভিউ এর পারফরম্যান্সের ওপর ভিত্তিতে সর্বাধিক ৪০ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করা হবে।
৪) বয়সসীমা- এই পদে (WB Municipality Recruitment 2023) আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
bhatparamunicipalitygov.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই (WB Municipality Recruitment 2023 সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
কি ভাবে (WB Municipality Recruitment 2023) আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে সংস্থা বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদাভাবে চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন করতে হবে না। যে ডেটে ইন্টারভিউ আছে সেই স্থানে চলে গেলেই আপনাদের সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে। অবশ্যই ইন্টারভিউ স্থানে যাওয়ার আগে একটি বায়োডা সঙ্গে শিক্ষকতা যোগ্যতা পরিচয় পত্র ও সমস্ত সার্টিফিকেট নিয়ে তবে ইন্টারভিউ স্থানে যাবেন। বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন তারপরে নিজের দায়িত্ব আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | … |
আবেদন শুরু | .. |
আবেদন শেষ | ২১ আগস্ট, ২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ