WB Museum New Recruitment 2023 – কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WB Museum New Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গে জাদুঘরে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাNATIONAL COUNCIL OF SCIENCE MUSEUMS
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ০৪-১২-২০২৩

নতুন চাকরির খবর –ওভারসিজ ব্যাঙ্কে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি

পদের নাম ও শূন্যপদ (WB Museum New Recruitment 2023)

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে ট্রেনিং (Trainee) পদে যেমন Carpentry, Fitter, Welder, Electronics, Computer Science।

২) এখানে মোট ০৯ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন 

১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Museum New Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রার্থীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি তবে প্রাপ্তবয়স্ক বা উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা আধিকারি হলেই এখানে আবেদন করা যাবে। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। 

২) যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রথম চারটি পদের বেতন হবে স্টাইপেন হিসাবে ১২,০০০/- টাকা ও শেষের পদে (Computer Science) আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন স্টাইপেন হিসাবে ১৬ হাজার ৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা (WB Museum New Recruitment 2023)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে প্রথম চারটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা (WB Museum New Recruitment 2023) লাগছে মাধ্যমিক পাস ও নির্দিষ্ট বিষয়ের ওপরে ITI পাস করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তাছাড়া (Computer Science) এই পদের জন্য তিন বছরের ডিপ্লোমা লাগছে এছাড়া ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ BCA  সম্পূর্ণ করা থাকলেও এখানে আবেদন করা যাবে। এই সমস্ত বিষয় আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিজের দায়িত্বে দেখে বুঝে তবেই আবেদন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

ncsm.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Museum New Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন পাঠানোর ঠিকানা

National Council of Science Museums, Block -GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700091 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১১-১১-২০২৩
আবেদন শেষ০৪-১২-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটncsm.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – আয়কর দপ্তরে একাধিক কর্মী নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ