WB Museum Recruitment 2023 – রাজ্য সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। রাজ্যের মিউজিয়ামের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী আবেদনযোগ্য।
ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরও অন্যান্য বিষয় জানার জন্য অবশ্যই এই প্রতিবেদন টি প্রথম থেকে শেষ অবধি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | Indian Museum, Kolkata |
পদের নাম | Young Professional (Education) , Young Professional (Information Technology) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করে দেওয়া আছে। |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ২৭-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Young Professional (Education) , Young Professional (Information Technology)।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ০৩ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (WB Museum Recruitment 2023)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের এখানে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করার আগে অবশ্যই বয়সের হিসাব ২৭-০৯-২০২৩ তারিখ অনুযায়ী দেখে নিতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
২) যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে যে বেতনটি হবে প্রতিমাসে ৩৫,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। কোন (WB Museum Recruitment 2023) পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
এই বিজ্ঞপ্তি (WB Museum Recruitment 2023) কোথা থেকে প্রকাশ হয়েছে ?
indianmuseumkolkata.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগের ধরন (WB Museum Recruitment 2023)
উল্লেখিত পদগুলিতে নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক হিসাবে। এখানে সর্বপ্রথম ১২ মাসের জন্য নিয়োগ পত্র (WB Museum Recruitment 2023) দেওয়া হবে পরবর্তীকালে কাজের পারফরমেন্স ও ফিটনেস এর ওপর নির্ভর করবে কাজের মেয়াদ বৃদ্ধি পাবে কি পাবে না।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Museum Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্কার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৩-০৯-২০২৩ |
আবেদন শুরু | ১৩-০৯-২০২৩ |
আবেদন শেষ | ২৭.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | indianmuseumkolkata.org/recruitment/ |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Download Form | Click Here |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন