WB Panchayat Recruitment 2023 – জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি।
WB Panchayat Recruitment 2023 – পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে গ্রাম পঞ্চায়েত দপ্তরের কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | (DISTRICT RURAL DEVELOPMENT CELL) Paschim Medinipur |
পদের নাম | Micro Enterprise Development (CRP-EP) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৬-১১-২০২৩ |
নতুন চাকরির খবর – রাজ্যের মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ২৭ হাজার টাকা
পদের নাম ও শূন্যপদ (WB Panchayat Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Community Resource Persons- Enterprise Promotion (CRP-EP)।
২) উল্লেখিত পদে এখানে ১০ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে (WB Panchayat Recruitment 2023) আবেদন করার জন্য বয়সসীমা লাগছে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে আবেদন করার আগে অবশ্যই বয়সের হিসাব ০১ই অক্টোবর ১৯৭৮ থেকে ০১ই অক্টোবর ১৯৯৮ অনুযায়ী করে নিতে হবে।
২) বেতন সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা (WB Panchayat Recruitment 2023)
উল্লেখিত পরে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে হবে তার সাথে (WB Panchayat Recruitment 2023) আবেদনকারীদের কম্পিউটার চালানোর দক্ষতা ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে এছাড়া গ্রামের বাইরে প্রতি মাসে ন্যূনতম ১৫ দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
paschimmedinipur.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীকালে কম্পিউটার টেস্ট ও সর্বশেষ ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক (WB Panchayat Recruitment 2023) প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৬-১০-২০২৩ |
আবেদন শুরু | ১৬-১০-২০২৩ |
আবেদন শেষ | ০৬-১১-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | paschimmedinipur.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | View Now |
নতুন চাকরির খবর – টাটা TCS তে ৪০ হাজার ফ্রেশার নিয়োগ, বিস্তারিত পড়ুন