Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
TCS Recruitment 2023

TCS Recruitment 2023 – টাটা TCS তে ৪০ হাজার ফ্রেশার নিয়োগ, বিস্তারিত পড়ুন।

October 18, 2023 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TCS Recruitment 2023 -আবারো রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। আর এই সুখবরটি শোনালেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নামকরা কোম্পানি টাটা। আমরা প্রত্যেকেই জানি টাটার একটি নিজস্ব কোম্পানি আছে যার নাম TCS টাটা কনসালটেন্সি সার্ভিস (TATA Consultancy Service) আর এই TCS কোম্পানির CEO এদিন জানিয়েছে প্রায় ৪০ হাজারও নতুন ফ্রেশার নিয়োগ করা হবে।

নতুন চাকরির খবর – রেলে টিকিট কালেক্টর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ঠিক যেমন আরো অন্যান্য কোম্পানিগুলি (TCS Recruitment 2023) নবীনদের অর্থাৎ ফেসার্স ক্যান্ডিডেটদের এখানে সুযোগ দিয়ে থাকে TCS ও এরকম সুযোগ দিতে চলেছে আগামী দিনগুলিতে। তো আজকের আমাদের এই প্রতিবেদনে জানবো যে কিভাবে আপনারা এই টিসিএস কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং তার কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সমস্ত তথ্য আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে পেয়ে যাবেন।

TCS Recruitment 2023

যখন দেশে মহামারী হয়েছিল অর্থাৎ Covid চলাকালীন থেকেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িতে বসেই কাজ করতে হবে Work from Home। আর যার ফলেই দিনকে দিন সমস্ত কর্মীরা অভ্যস্ত হয়ে পড়েছিলেন বাড়ি বসেই কাজ করার। পরবর্তীকালে এটাও দেখা গেছে কোম্পানি খুলে যাওয়ার পরে সমস্ত সমস্যায় মিটে যাওয়ার পরেও কোম্পানিতে এসে কাজ করার বিরোধিতা অধিকাংশই কর্মী করেছিলেন।

TCS Recruitment 2023

যার ফলে সংস্থা থেকে এরকম বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সপ্তাহে অন্তত তিন দিন অফিসে এসে কাজ করার কিন্তু তাতেও অধিকাংশ কর্মী বিরোধিতা দেখিয়েছিলেন। যার ফলে TCS কোম্পানি পরবর্তীকালে কড়া পদক্ষেপও নিতে পারে এ কথাও বলেছিল।

 

ঠিক তার মধ্যেই প্রায় 40 ফ্রেশার বা অভিজ্ঞতাহীন কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার ফলে (TCS Recruitment 2023) কর্মীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছিল যে কোম্পানি নাকি পুরনো কর্মীদের ছাটাই করবে। তবে সমস্ত দুশ্চিন্তা দূর করতে TCS এর CEO স্পষ্ট জানায় এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, কর্মীদের দুশ্চিন্তার কোন কারণ নেই। এটাও স্পষ্ট করেছে নতুন করে 40 হাজার কর্মী নিয়োগ করার পেছনে আসল উদ্দেশ্য হল নির্দিষ্ট বিভাগ গুলিতে যাতে পড়ুয়ার খুবই আগ্রহী দেখায় এবং দেশ আরো উন্নতির দিকে এগোতে পারে।

TCS Recruitment 2023

বিশ্বে মন্দার বাজারে যখন সমস্ত সংস্থা থেকে কর্মী ছাটাই করছে সেক্ষেত্রে ভারতবর্ষের টাটা কোম্পানির সংস্থা অর্থাৎ TCS সবার থেকে আলাদা ভেবে মন্দার বাজারে বলতে গেলে প্রায় ৪০ হাজার কর্মী নিয়োগ করবে এই সিদ্ধান্ত নেওয়া তে দেশের সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে খুশির হাওয়া বয়ে এনেছে। যদিও (TCS Recruitment 2023) এই বিষয়ে আরো আপডেট এখনো পরিষ্কারভাবে জানা যায়নি কেবলমাত্র সংস্থার CEO তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময় যখন TCS থেকে এই রকম কোনো বিষয় আপডেট আসবে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন।

নতুন চাকরির খবর – ইন্সপায়ার কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Related Posts

NABARD Recruitment 2025

NABARD Recruitment 2025 – গ্রামীণ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।

Block Development Office Vacancy 2025

Block Development Office Vacancy 2025 – জেলায় বিডিও অফিসের অধীনে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা। 

WBSEDCL New Recruitment 2025

WBSEDCL New Recruitment 2025 – রাজ্যর বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি।

Flipkart Internship 2025

Flipkart Internship 2025 – উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট।

Citroen C3 CNG

টাটা ও মারুতিকে টেক্কা দিতে বাজারে আসছে সস্তার CNG গাড়ি, সাথে ভরপুর নতুন ফিচার্স !

DM Office New Recruitment 2025

DM Office New Recruitment 2025 – ১৬,৫০০ টাকা বেতনে DM অফিসে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।

RRC Group C Recruitment 2025

RRC Group C Recruitment 2025 – মাধ্যমিক পাসে রেলওয়েতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, বেতন শুরু ১৮ হাজার টাকা থেকে।

IOCL Apprentice Recruitment 2025

IOCL Apprentice Recruitment 2025 – ১৭৭০ শূন্যপদে ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

BECIL Recruitment 2025

BECIL Recruitment 2025 – মাধ্যমিক পাশে কেন্দ্র কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৮,৯৯৩ টাকা

  • NABARD Recruitment 2025 – গ্রামীণ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।
  • Block Development Office Vacancy 2025 – জেলায় বিডিও অফিসের অধীনে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা। 
  • WBSEDCL New Recruitment 2025 – রাজ্যর বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি।
  • Flipkart Internship 2025 – উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ফ্লিপকার্ট।
  • টাটা ও মারুতিকে টেক্কা দিতে বাজারে আসছে সস্তার CNG গাড়ি, সাথে ভরপুর নতুন ফিচার্স !
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com