WB School Teacher Recruitment 2023 – রাজ্য সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতি মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সমস্ত চাকরি প্রার্থী আবেদনযোগ্য। আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
নিয়োগ সংস্থা | Subodh Sen Smriti Dristihin Vidyalaya,Alipurduar |
পদের নাম | Assistant Teachers |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৫-১২-২০২৩ |
নতুন চাকরির খবর – স্টিল কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ (WB School Teacher Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Assistant Teachers।
২) উল্লেখিত পদে এখানে ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে।
২) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ৩৩,৪০০/- টাকা থেকে ৮৬,১০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা (WB School Teacher Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট বিষয়ের উপরে গ্রাজুয়েশন পাস থাকতে হবে সাথে অবশ্যই B.ED করা থাকতে হবে অর্থাৎ দৃষ্টিহীন প্রার্থীদের যাতে খুব সহজেই শিক্ষাদান দেওয়া যেতে পারে তার জন্য যা ডিগ্রী করা থাকলে আবেদন করা যাবে সেটা থাকলে এখানে আবেদনযোগ্য।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
alipurduar.gov.in পোর্টালে (WB School Teacher Recruitment 2023) পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট, যদি থাকে,
৪) কাস্ট সার্টিফিকেট/ প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া আরো অন্যান্য,
আবেদনপত্র পাঠাবার ঠিকানা
The Chairman of Selection Committee, Subodh Sen Smriti Dristihin Vidyalaya, C/o – Sub Divisional Officer, Alipurduar Sadar, Alipurduar Court, Dist – Alipurduar,736122
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে (WB School Teacher Recruitment 2023) আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬-১১-২০২৩ |
আবেদন শুরু | ০৬-১১-২০২৩ |
আবেদন শেষ | ০৫-১২-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | alipurduar.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | View Now |
নতুন চাকরির খবর – গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন করার পদ্ধতি