WB TET Result 2024 – দীর্ঘ প্রতীক্ষার অবসান! কবে প্রকাশিত হবে TET পরীক্ষার ফলাফল? কি জানালো পর্ষদ?

WB TET Result 2024 – শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সুরাহা সেভাবে কিছু মেলেনি। এদিকে কবে নিয়োগ হবে সেই আশায় বসে রয়েছেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট পাশ করা বহু পরীক্ষার্থী। এর মধ্যে আবারো টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ফলাফল কবে বেরোবে, ভেবে উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা। তবে এরই মাঝে টেট পরীক্ষা নিয়ে বিরাট আপডেট সামনে এসেছে।

দীর্ঘ ৬ মাস আগে হয়ে গিয়েছে টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল বেরোনোর কোন নাম নেই। সেই কারণেই ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। তবে এবার যা আপডেট এল, তাতে কিছুটা আশার আলো দেখছেন টেট পরীক্ষার্থীরা। জানা গেল কবে নাগাদ ফলাফল প্রকাশিত হবে। আপনিও যদি টেট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য।

(WB TET Result 2024)

গত বছর টেট পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। ছয় থেকে সাত মাস আগে পরীক্ষা দেওয়া হলেও, ফলাফল কবে বেরোবে সেই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। গতবছর টেট পরীক্ষার পরিসংখ্যান তার আগের বছর অর্থাৎ ২০২২ সালের থেকে ৫০ শতাংশ কমেছে।

WB TET Result 2024 – ৩ লাখ ৯ হাজার ৫৪ জন রেজিস্ট্রেশন করানো সত্বেও পরীক্ষায় বসে ছিলেন মাত্র ২ লাখ ৭২ হাজার চাকরিপ্রার্থী। ২০২২ সালের সেই সংখ্যাটা ছিল ৬ লাখ। তবে ২০২৩ এর টেট পরীক্ষায় শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণরাই যেহেতু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তাই সংখ্যা কম বলে জানায় পর্ষদ।

ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার যোগ্য কি আপনিও? কিভাবে করবেন আবেদন?

টেট পরীক্ষা ২০২৩ এর ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহ নাগাদ প্রকাশিত হতে পারে। এমনই ইঙ্গিত দিলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পরীক্ষার ফলাফলের আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। ৭ মে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে টেট পরীক্ষার আনসার কি প্রকাশ করা হয়েছিল।

১০ মে থেকে ৯ জুন মধ্যরাত পর্যন্ত চ্যালেঞ্জ (WB TET Result 2024) জানানোর সুযোগ ছিল পরীক্ষার্থীদের হাতে। চূড়ান্ত ফলাফলের আগে এই পদক্ষেপ ভীষণ গুরুত্বপূর্ণ। একথা জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ওয়েব পোর্টাল (Website) থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এমনটাই জানা গিয়েছে। তবে যারা চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাদের জমা দেওয়া সব চ্যালেঞ্জ গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছেন বোর্ডের বিশেষজ্ঞরা। আগামী দিনের টেট পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত আনসার কি প্রস্তুত করা হবে। তার ওপর পর্যালোচনা করে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছে।

ভালো নম্বর পেলেই মোটা টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা গ্রুপ!