WBBSE Madhyamik Bangla Suggestion 2023- মাধ্যমিক পরীক্ষার বাংলা লাস্ট মিনিট সাজেশন জেনে নিন !

Madhyamik Bangla Suggestion- ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। তাই প্রত্যেকেই কমবেশি এই পরীক্ষা নিয়ে চিন্তিত থাকে। মাঝে আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ২৩ ফেব্রুয়ারি 2023 এ শুরু হবে পরীক্ষা। এবছর পরীক্ষা হবে অফলাইনে। ছাত্র-ছাত্রীদের চিন্তা আরও দ্বিগুণ বেশি। তাই পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই দরকার বিষয় ভিত্তিক সাজেশন, (Madhyamik Bangla Suggestion) ও নমুনা প্রশ্নপত্র ভালো করে প্র্যাকটিস করা।

তবে অনেকেরই একটি মিথ রয়েছে যে বাংলায় বেশি লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। কিন্তু সেটি একদমই নয়, সময় মত সঠিক প্রশ্ন বেছে নিয়ে সঠিকভাবে লিখলেই ভালো নাম্বার পাবে ছাত্র-ছাত্রীরা। নাম্বার পেতে গেলে কখনোই বেশি পরিমাণে লেখার প্রয়োজন হয় না।

তিনি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু লাস্ট মিনিট সাজেশন (Madhyamik Bangla Suggestion) দিয়েছেন। যা ভালো করে প্র্যাকটিস করলে খুব সহজেই স্টুডেন্টরা ভালো নাম্বার পাবে।

আরও পড়ুন- Bandhan Bank Recruitment – উচ্চ মাধ্যমিক পাশে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ শুরু বন্ধন ব্যাংকে।

প্রশ্নের মান -৩

  • হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ? তিনি কীভাবে মাস্টার মশাই কে বোকা বানিয়েছিলেন?
  • ” সে ভয়ানক দুর্লভ জিনিস”- এখানে ‘সে’ বলতে কী বোঝানো হয়েছে? তাকে দুর্লভ বলার কারণ ব্যাখ্যা করো।
  • “সে ভয়ানক দুর্লভ জিনিস।” -সে কে? তাকে দুর্লভ বলার কারণ কী?
  •   ” গল্পটা শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা” – কোন গল্পটা শুনে ও কি কারনে হরিদা গম্ভীর হয়ে যায়?
  • ” আপনি কি ভগবানের চেয়েও বড়! ” – বক্তা কে? তিনি কাকে কেন এ কথা বলেছেন? 
  • “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।”- কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে?
  • “অতি মনোহর দেশ”-কোন জায়গাকে কেন মনোহর বলা হয়েছে?
  • “মকন্তু ভক ভশাজন কার কিা”– এখাজন কার কিা, ভক ভশাজনমন? এর পমরণমত কী হজেমিল?
  • “পঞ্চকন্যা পাইলা চেতন।”- পঞ্চকন্যা কারা? তারা কীভাবে চেতনা ফিরে পেল?
  • “ভ াঁম জে ওজে ভবজতাষ” ভবজতাষ ভক? ভস ভকন ভ াঁম জে ওজে?
  • “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো৷”-কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার এ কথা বলার কারণ কী?
  • “ আপমন মক ভিবাজনর ভ জেও বজড়া?” বক্তার এমন প্রজশ্নর কারণ কী? বযমক্ত এমন প্রজশ্নর কী েবাব
  • মদজেমিজলন?
  • “আমরা ভিখারি বারো মাস।”-আমরা কারা? আমরা ভিখারি কেন?
  • “ভসজতা ভোনক দুলেভ মেমনস।”—দুলেভ মেমনসটা কী? ভক, কীভাজব তা লাভ কজরমিল?
  • তথা কন্যা থাকে সর্বক্ষণ।”-কন্যাটি কে? কোথায় সে সর্বক্ষণ থাকে?

প্রশ্নের মান – ৫

  • “পঞ্চকন্যা পাইলা চেতন”- পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল?তারা কিভাবে অচৈতন্য হয়েছিল?
  • “তারপর যুদ্ধ এল।”-যুদ্ধের ভয়াবহতার বর্ণনা  যুদ্ধকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
  • “আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন”- শব্দের ত্রিবিধ কথা কী? ব্যাখ্যা কর।
  •  আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মমার্থ লেখো।
  • “অস্ত্র ফ্যালো,অস্ত্র রাখো গানের দুটি পায়ে “-কার উদ্দেশ্যে কবির এমন আবেদন কবির এমন অনুভূতির কারণ কী?
  • ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় যে যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো।
  • “আমরা কালিয় ও তৈরি করতাম নিজেরাই।”-কালি তৈরির পদ্ধতিটি লেখকের কথায় কেমন ছিল?
  • ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে? ফাউন্টেন পেনের জন্ম কাহিনীটি লেখো।
  • বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিভিন্ন বাধা কী কী?
  • সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো।
  • ‘কোনি ‘উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও ৷
  • প্রজাপতির পরিচয় দাও। কীভাবে প্রজাপতির শ্রীবৃদ্ধি ঘটল?
  • বারুণী কী? বারুণীর দিন গঙ্গা ঘাটের দৃশ্যের বর্ণনা দাও।
  • কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা কোনি’ উপন্যাস অবলম্বনে লেখো।

প্রশ্নের মান – ৪

  • ‘সিরাজউদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্রটি বিশ্লেষণ করো।
  • ঘসেটি বেগম কে ছিলেন? ‘সিরাজউদ্দৌলা’ নাট্যসং অবলম্বনে তার চরিত্রটি ব্যাখ্যা করো।
  • “এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন”- কার কোন পত্রের কথা এখানে বলা হয়েছে? পত্রের বিষয় কী ছিল?

প্রবন্ধ রচনা: প্রশ্নের মান – ১০

  • বাংলার ঋতু বৈচিত্র
  • বিজ্ঞান ও কুসংস্কার
  • স্বেচ্ছায় রক্তদান শিবির
  • চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা
  • বাংলার উৎসব
  • চন্দ্রযান–এর উৎক্ষেপণ
  • করোনা মহামারী / লকডাউন

প্রতিবেদন রচনা: প্রশ্নের মান-৫

  • মোবাইলের সঠিক ব্যবহার
  • ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রতিরোধের উদ্দেশ্যে প্রশাসনের ভুমিকা।
  • জল সংরক্ষণ
  • প্লাস্টিক বর্জনের উপযোগিতা

Leave a Comment