WBCHSE Result Check 2024 – উচ্চ মাধ্যমিক রেজাল্ট 8 মে, কখন থেকে দেখতে পারবেন নোটিশ দেখুন।

WBCHSE Result Check 2024 – এবার আর সকাল নয়, উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সময় পরিবর্তন করে তা দুপুরের দিকে করা হয়েছে। আগামী ৮ই মে বুধবার দুপুর একটাই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে চাইলে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশের পর আরো দু’ঘণ্টা অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের।

WBCHSE Result Check 2024

জানা গিয়েছে যে, আগামী ৮ই মে দুপুর ৩ টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। মার্কশিটের সফট কপি ডাউনলোড করে নিতে পারবেন। তার দুদিন পর অর্থাৎ আগামী ১০ মে শুক্রবার সংসদের চার চারটি আঞ্চলিক অফিস সহ ৫৫ টি কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে সকাল ১০ টা থেকে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবেন

২০২৪ সালে যে সকল পরীক্ষার্থীরা WBCHSE উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিয়েছেন তারা অফিসিয়াল ওয়েবসাইট – wbresults.nic.in বা wbchse.wb.gov.in থেকে রেজাল্টের সফট কপি ডাউনলোড করতে পারবেন।

১) wbresults.nic.in বা wbchse.wb.gov.in-এই দুটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটিতে প্রবেশ করুন

২) এরপর স্ক্রিনে দেখা যাবে ‘West Bengal Higher Secondary Examination Result 2024’। ওই লিংকে ক্লিক করুন।

৩) রোল নম্বর-সহ প্রয়োজনীয় যা তথ্য যা হবে সেগুলি দিন।

৪) একেবারে শেষে Submit অপশনে ক্লিক করুন। স্ক্রিনে নিজের মার্কশিট তখনই দেখতে পাবেন।

৫) পাশেই একটি ডাউনলোডের অপশন থাকবে সেটি ক্লিক করে নিজের মার্কশিট ডাউনলোড করে নিন। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার(WBCHSE Result Check 2024) ফলাফল প্রকাশের দিনের দিনেই মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন না উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। যেহেতু দুপুরের দিকে ফলাফল প্রকাশিত হবে তাই ওই দিন মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। তার জন্য আরও দুদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ১০ মে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট নির্দিষ্ট কেন্দ্র থেকেই বিতরণ করা হবে পরীক্ষার্থীদের মধ্যে।

www.wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com